অয়ন ঘোষাল: বকেয়া ডিএ ইস্যুতে আগামি সাত দিনের মধ্যে রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলল সংগ্রামী যৌথ মঞ্চ।
রাজ্য দাবি করেছে, কেন্দ্র রাজ্যের বকেয়া টাকা আটকে রাখায় সরকারি কর্মচারিদের কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ দেওয়া যাচ্ছে না। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তার দাবি, যদি শ্বেতপত্রে রাজ্য সরকার এই কথা প্রমাণ করতে পারেন, এবং যদি সত্যিই কেন্দ্র বরাদ্দ আটকে রাখাই ডিএ না দিতে পারার একমাত্র কারণ হয়, তাহলে আগামি দিনে কেন্দ্রীয় বরাদ্দ আদায়ে মুখ্যমন্ত্রী যে আন্দোলন করবেন, সংগ্রামী যৌথ মঞ্চ সেখানে সামিল হবে।
মঞ্চের দাবি, তারা ইতিমধ্যেই গত আর্থিক বছরের কেন্দ্রীয় অর্থ কমিশনের রিপোর্টের কপি হাতে পেয়েছেন। রিপোর্টে দেখা যাচ্ছে, রাজ্য যে টাকা পেয়েছে, তার সমস্ত বরাদ্দ খাতে খরচের পরেও সেখানে নয় হাজার কোটি টাকা উদ্বৃত্ত আছে।
আরও পড়ুন: SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় নাইসার দুই অধিকারিককে তলব, মঙ্গলবারই হাজিরার নির্দেশ
৩৬ হাজার চাকরি যাওয়া নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের দিকে মুখ্যমন্ত্রীর আঙ্গুল তোলাকে হাস্যকর বলে দাবি করেছে যৌথ মঞ্চ। মামলা করল যোগ্য অথচ বঞ্চিত চাকরিপ্রার্থীরা। মামলায় পার্টি করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। যাদের দুর্নীতি এই মুহুর্তে গোটা দেশে বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছে বলে যৌথ মঞ্চের দাবি। রায় দিল মহামান্য হাইকোর্ট। এতে যৌথ মঞ্চের আন্দোলনের কী ভুমিকা থাকতে পারে, তা বোধগম্য হচ্ছে না মঞ্চের নেতাদের।
আরও পড়ুন: Kolkata Police | Pronam App: ১০ বছর পেরিয়ে কলকাতা পুলিসের প্রণাম প্রকল্প এবার মোবাইল অ্যাপে
যৌথ মঞ্চের দেখানো পথেই ফের মিছিল বুধবার। সেখানে থাকতে পারেন ভাস্কর ঘোষ সহ মঞ্চের একাধিক নেতা। ডব্লিউবিজিডিআরবি ২০১৭ গ্রুপ ডি ওয়েটিং ঐক্যমঞ্চ কাল সন্ধে ছয় টায় ওই একই রুটে মিছিল করতে চলেছে।
পুলিস অনুমতি না দেওয়ায় তারাও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। গতকাল এই মিছিল এর অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। কাল শহীদ মিনার মাতঙ্গিনী হাজরা মূর্তি থেকে মিছিল শুরু হবে। হাজরা, হরিশ মুখার্জি রোড, কালীঘাট দিয়েই মিছিল হবে।