Dilip Ghosh : ‘নিজের দমে কি কুলাচ্ছে না?’, কংগ্রেসকে সমর্থনের মন্তব্যে মমতাকে কটাক্ষ দিলীপের – bjp leader dilip ghosh attacked mamata banerjee for supporting congress


শর্তসাপেক্ষে কংগ্রেসকে জাতীয় স্তরে সমর্থনের কথা জানিয়েছেন তৃণমূল সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়। মূল টার্গেট ২৪-এ বিজেপিকে সরকার থেকে উৎখাত করা। তাহলে কি তৃণমূলের ‘দম’ ফুরোচ্ছে, তৃণমূল ‘দুর্বল’ হচ্ছে বলেই কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর কথা ভাবছে ? প্রশ্ন তুললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

Dilip Ghosh : ‘এক নম্বরের বদমাইশ…’, নির্ভীক ইউটিউবার অনিন্দ্যর গ্রেফতারিতে কটাক্ষ দিলীপের
এর আগে একাধিকবার তৃণমূল সুপ্রিমো এমনকি তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস সঙ্গে ত্যাগ করে ‘একলা চলো’ নীতিতেই চলার কথা বলেন। সেই লক্ষ্যেই গোয়া, ত্রিপুরা, মেঘালয় রাজ্য দখলে ঝাঁপিয়েছিল তৃণমূল কংগ্রেস। এমনকি কী ঘটল, যাতে তৃণমূল সুপ্রিম তাঁর মত পরিবর্তন করছেন ? প্রশ্ন তুললেন দিলীপ।

Mamata Banerjee : ৪-৫ লাখ শূন্য পদে এখনই নিয়োগ হতে পারে: মমতা
সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ যেখানে কংগ্রেস শক্তিশালী, সেখানে ওদের সমর্থন করব। কোনও সমস্যা নেই। তবে ওদেরও অন্য দলকে সমর্থন করা উচিত।” এ প্রসঙ্গে দিলীপের পালটা জবাব, “এতদিন রাহুলকে বাদ দিয়ে, কংগ্রেসকে বাদ দিয়ে বলেছিলেন বিজেপিকে হারিয়ে দেবেন। কী এমন ঘটে গেল হঠাৎ যে কংগ্রেসের কথা মনে পড়ল? নিজের দমে কি কুলাচ্ছে না? পার্টি যত দুর্বল হচ্ছে, তত ওঁর স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে। অন্যের সাহায্যের দরকার হচ্ছে।”

Mamata Banerjee : ‘স্যাক্রিফাইস’ করলে তবেই সমর্থন পাবে কংগ্রেস: মমতা
এই প্রস্তাবে তৃণমূলের আদৌ কোনও লাভ হবে না বলে মনে করছেন দিলীপ। মমতার ডাকে সাড়া দিয়ে কেউ যেচে তাঁর সঙ্গে হাত মেলাতে আসবে না বলে মত তাঁর। মঙ্গলবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে গিয়ে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কালিয়াগঞ্জে শিশুর মরদেহ ব্যাগে করে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র সমালোচনা করেন।
দিলীপ এদিন জানান, ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। বাচ্চাকে বাঁচানো গেল না। মরদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা গেল না। এর আগে আমরা দেখেছি, মৃত মহিলার দেহ স্বামী ও সন্তান কাঁধে করে নিয়ে যাচ্ছে। গ্রামের দিকে দেখেছি। জঙ্গলমহলে দেখেছি। শহরের বুকে আমরা এ জিনিস দেখিনি। যেখানে নাকি সব হাসপাতালে অ্যাম্বুল্যান্স ফ্রি তে পাওয়া যায়। তাও কেন এই দূরাবস্থা? মুখ্যমন্ত্রী কি সব দিক সামলাতে পারছেন না? প্রশ্ন দিলীপের।

Dilip Ghosh: ‘সাধারণ মানুষকে কে বাঁচাবে’, প্রশ্ন দিলীপের

অন্যদিকে, কুড়মি নিয়ে মন্তব্য করে বেকায়দায় পড়তে হয়েছে বিজেপি সাংসদকে। এদিন দিলীপ বলেন, “আমার আবেদন অজিত মাহাত বা সুব্রত বা রাজেশ মাহাতোর মতো কুড়মি নেতাদের কাছে, তারা যেন এটাকে সাঁওতালি, মাওবাদী বা আদিবাসী আন্দোলনের দিকে নিয়ে যেতে না দেন।” ওখানে আন্দোলনকারীরা তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে গত পঞ্চায়েতে নেতা হয়ে গিয়েছিল। তাহলে কুড়মি সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলে মত তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *