Hooghly News : বিদ্যুতের তারের মধ্যে ঝুলছে ব্যক্তির দেহ! দৃশ্য দেখেই শিউরে উঠলেন সবাই – a man lost life due to electric shock in khanakul area


West Bengal News : ভয়ঙ্করতম দৃশ্য বললেও কম বলা হবে। ভয়াবহ এক দুর্ঘটনায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল একজনের। যে দৃশ্য দেখে শিউরে উঠছেন এলাকার মানুষ। ইলেকট্রিক তারে ঝুলছে ওই ব্যক্তির নিথর দেহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধারণ মানুষ এই দৃশ্য দেখছেন, অথচ তাদের কিছুই করার নেই।

পুরো ঘটনাটিই নাকি ঘটেছে এক তৃণমূল নেতার জন্য, এমনটাই অভিযোগ। স্থানীয় মানুষের দাবি খানাকুলের ধান নগরী পঞ্চায়েতের ঘোড়াদহ এলাকার স্থানীয় এক তৃণমূল নেতা গনেশ সাঁতরা বিদ্যুৎ চুরি করার জন্য স্থানীয় এক যুবককে নিয়ে এসে হুকিং করাচ্ছিলেন। স্থানীয়দের অভিযোগ তৃণমূলের নেতা নিজের প্রয়োজনে ইলেকট্রিকের হুক করার জন্য স্থানীয় যুবক বিদ্যুৎ মণ্ডলকে ইলেকট্রিক পোষ্টের মাথায় তোলেন।

Jhargram Accident : পরীক্ষা দিতে বেরিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে লাইন ঠিক করার চেষ্টা! মর্মান্তিক পরিণতি যুবকের
ইলেকট্রিকের মেন সুইচ নামিয়ে সেখানে ওই নেতা তাঁর ছেলেকে দাঁড়িয়ে থাকতে বলেন। কিন্তু তাঁর ছেলে ট্রান্সফরমারের কাছে দাঁড়িয়ে না থেকে অন্যত্র পালিয়ে যায়।
সেই সময় বিদ্যুৎ দফতরের লোকজন ওই পথ দিয়ে যাচ্ছিলেন।

তাঁরা দেখেন মেন সুইচ নামানো আছে। কিছু না জেনেই তাঁর সেই সুইচ তুলে দেন। সেই সময়েই মুহূর্তের মধ্যেই ঝলসে যায় ওই যুবক এবং সে ইলেকট্রিক তারের মধ্যেই ঝুলতে থাকে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন।

Malda News : বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা না থাকায় জলসেচে সমস্যা ইসলামপুরে, খোদ মন্ত্রীর এলাকাতেই ক্ষুব্ধ চাষিরা
স্থানীয় বাসিন্দা নিমাই মণ্ডল বলেন, “তৃণমূল নেতাদের লাজ লজ্জা বলে কিছু নেই। শেষে বিদ্যুৎ চুরি করতে হচ্ছে। ওই নেতার এই কাণ্ডের জন্যই আজ ছেলেটার প্রাণ গেল। ওনার আর ওনার ছেলের এই জন্য কঠোর শাস্তি চাই। বিদ্যুৎ হুকিং তো আছেই, সেই সঙ্গে ওনার কারণে ছেলেটা মারা গেল, এটাই একটা বিশাল বড় ব্যাপার।”

এই বিষয়ে খানাকুল দুই নম্বর ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি অনুপ মাইতি বলেন, “মৃত্যু নিয়ে রাজনীতি করতে আসার কোনও জায়গা নেই। BJP চক্রান্ত করে রাজনীতি করছে। যদি উনি বিদ্যুৎ চুরি করেন বা পঞ্চায়েতের পয়সায় সারমার্শাল বসান তাহলে প্রশাসনে অভিযোগ করা হোক। আমাদের মৃতের পরিবারের পাশে দাঁড়ানো উচিত। আর সেটা না করে সবাই এই মুহূর্তে সংকীর্ণ রাজনীতির দিকে এগিয়ে চলেছে।”

Kolkata Incident : চুরির তারে শর্ট সার্কিট হয়ে মৃত্যু?
সবমিলিয়ে একের পর এক দুর্নীতি নিয়ে দল যখন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে, সেই সময়ে খানাকুল তৃণমূলের মুকুটে নতুন এক চুরির অভিযোগ উঠল, তা হলে বিদ্যুৎ চুরি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *