মঙ্গলবার শহরের ব্যস্ততম দিনে শহরে ট্রাফিকের হাল-হকিকত ঠিক কী
সোমবার ঝড়ের তাণ্ডবের পর রাস্তাঘাট পরিষ্কার করার জন্য পুরসভার পক্ষ থেকে পদক্ষেপ করা হয়। ফলে আলাদা করে যানচলাচলের উপর এক কোনও প্রভাব পড়ছে না। কলকাতা ট্রাফিক পুলিশের দেওয়া আপডেট অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে যানচলাচল স্বাভাবিক রয়েছে। সেভাবে কোনও রাস্তায় যানজটের কোনও খবর নেই।
এদিন বেলা ১২টায় একটি মিছিল রয়েছে। যা শুরু হবে শহিদ মিনার ময়দান থেকে আর আর অ্যাভিনিউয়ের দিকে যাবে। মেয়ো রোড, ডোরিনা ক্রসিং হয়ে এই মিছিল যাবে। সেখানে ৫০ থেকে ৬০ জনের উপস্থিত থাকার কথা। ফলে এই মিছিলের জন্য সংশ্লিষ্ট রাস্তাগুলিতে হালকা ট্রাফিকের উপর চাপ থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও সাড়ে চারটার সময় জহরলাল নেহেরু রোড এবং এসপ্ল্যানেড ক্রসিংয়ে একটি অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি বিকেল পাঁচটা নাগাদ হাজরা ক্রসিংয়ে অনুষ্ঠিত হবে একটি মিটিং।
শহরের অন্যান্য কোনও রাস্তাতে আলাদা করে পূর্ব নির্ধারিত মিটিং বা মিছিল নেই। মোটের উপর যানচলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক। যে কোনও সাহায্যের জন্য কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের হেলপ লাইন নম্বর 1073,9830811111,9830010000-তে যোগাযোগ করা যাবে। বা মেল করা যাবে dctp@kolkatatrafficpolice.gov.in -তে।
উল্লেখ্য,সোমবার সপ্তাহের প্রথম দিনেই বিকেলে রীতিমতো ঝড়ে লণ্ডভণ্ড হয় দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। কলকাতাতেও একাধিক এলাকায় যানজট তৈরি হয়েছিল। কিছু কিছু রাস্তায় ছোট-বড় গাছ পড়ার খবর পাওয়া যায়।
সেখানে পৌঁছয় কলকাতা পুরসভার কর্মীরা। পরিষ্কার করা হয় রাস্তা। কিন্তু, এর কারণে অফিসফেরত যাত্রীদের যানজটে আটকে থাকতে হয়। প্রসঙ্গত, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে অংশ নেন। ভাতারে তাঁর কনভয়ের সামনে একটি বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এদিকে প্রাকৃতির দুর্যোগের কারণে এই কর্মসূচিতে অংশ নেওয়া অনেকেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
রাজ্যেও একাধিক জেলায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনা সামনে আসে। যদিও প্রশাসন তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। গতকাল কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত হয়।