Madan Mitra : ‘এই রনিতা-ববিতা-পলিতা পুরো ব্যাপারটাই খুব কনফিউসিং’, আদালতের রায়কে কটাক্ষ মদনের – tmc mla madan mitra criticized high court judgement


West Bengal News : রাস্তা থেকে আন্দোলন করে চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। কলকাতা হাইকোর্টে মামলা করে তুমুল লড়াইয়ের পর চাকরি পান তিনি। এবার ববিতার চাকরি বাতিল করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর ববিতার চাকরি বাতিল হওয়ার পরেই বিষয়টিকে ঘুরিয়ে কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

এদিন সাংবাদিকদের তিনি বলেন, “আসলে এই রনিতা, ববিতা বা পলিতা নিয়ে আমি নিজেও খুব কনফিউসড। এই গোটা ব্যাপারটা বা ববিতার গাড়ি কেনা নিয়ে আমি কোনও হাসি ঠাট্টা করতে চাইছি না। যার চাকরি যাচ্ছে বা এই যে টাকা ফেরত দিতে হচ্ছে, সেটার জন্য আমার দুঃখ হচ্ছে।”

Babita Sarkar SSC : ববিতা চাকরি হারানোয় খুশি পরেশ! মেয়ে অঙ্কিতার জন্য ফের আদালতে আবেদন প্রাক্তন মন্ত্রীর?
এরপর মদন মিত্র আরও বলেন, “আবার যারা এই চাকরি পাওয়ার যোগ্য, তাঁরা চাকরি পাচ্ছে দেখেও আমার আনন্দ হচ্ছে। কিন্তু এই মুহূর্তে গোটা ব্যাপারটি দেখেই আমার খুব কনফিউসড লাগছে। আমরা যারা গণতন্ত্রের দায়িত্বে রয়েছি, বা যারা বিচারব্যবস্থার দায়িত্বে রয়েছেন, সবার কাছে আমি হাতজোড় করে আবেদন জানাচ্ছি, আমরা যেন মানুষকে বেশি কনফিউসড না করি।”

সেই সঙ্গে তিনি আরও বলেন, “অঙ্ক কিছুই মিলছে না।” এই প্রসঙ্গে তিনি টেনে আনেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও। মদন বাবু বলেন, “আজ মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন কংগ্রেস বা যে কোনও দল, যে যেখানে বেশি শক্তিশালী, তাঁকে সেখানে সমর্থন দিতে হবে। এটা স্পষ্ট কথা। মানে যাকেই যা বলুন, স্পষ্ট ভাবে বলুন।”

Babita Sarkar News: ‘আগেই কেন বললেন না…’, চাকরি হারিয়ে হাউ হাউ করে কাঁদলেন ববিতা
এরপরেই তিনি আবার ফিরে আসেন আদালতের রায় প্রসঙ্গে। নাম না করে বিচারকদের উদ্দেশ্যে মদন মিত্র উপদেশ দিয়ে বলেন, “স্পষ্ট কথা বলুন, যেমন আমাদের মুখ্যমন্ত্রী বলেন। আজকে একটা কথা, আবার বিকেলেই আর একটা কথা বলে মানুষকে দোলাচলে রাখবেন না। অনেক মানুষ এগুলি বুঝতে না পেরে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, অনেক মানুষ মারা যাবেন। স্পষ্ট কথা বলে সেই কথা থেকে দয়া করে সরে আসবেন না।”

এদিন মদন মিত্র কথা বলেন রাজ্যে ক্রমবর্ধমান DA বিতর্ক নিয়েও। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন কেন্দ্র যদি আমাদের ১ লাখ ১৫ হাজার কোটি টাকা দেয়, তাহলেই ৩% হারে DA দেওয়া যাবে। DA হল ঐচ্ছিক, বাধ্যতামুলক নয়।”

Babita Sarkar: চাকরি পেতে ভুল তথ্য দেওয়ার অভিযোগ, ‘আন্দোলনের মুখ’ ববিতাকে বরখাস্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
সেই সঙ্গে তিনি বলেন, তিনি যেদিন থেকে রাজনীতি করছেন, সেদিন থেকে আজ পর্যন্ত কখনও হাইকোর্টের রায় দেখে বোকা হননি। তিনি গোটা বিষয়টির মানেই বুঝতে পারছেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *