Mamata Banerjee : এগরায় বিস্ফোরণে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, NIA-তদন্তে আপত্তি নেই মমতার – cm mamata banerjee announces compensation who lost lives in egra fire cracker factory blast


পূর্ব মেদিনীপুরের এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সেই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি সোমবারের ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতের কারণে মৃতদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বাজি কারখানায় মৃতদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মমতা। এদিন নিজের অবস্থান থেকে খানিক সরে মমতা জানিয়েছেন, এগরার ঘটনায় NIA তদন্ত হলে তাঁর কোনও আপত্তি নেই।

এগরার বিস্ফোরণের ঘটনা নিয়ে মমতা বলেন, ‘এগরাতে খুবই প্যাথেটিক ঘটনা ঘটেছে। যেখানে ঘটনা ঘটেছে সেটা ওড়িশা সীমান্ত। যে ব্যক্তি এই বেআইনি বাজি কারখানা চালাচ্ছিল, তাঁকে এগরা থানা আগেও একবার গ্রেফতার করেছিল। বেআইনি কারখানা বন্ধ করার জন্য আদালতে আবদেন করা হলেও সে জামিন পেয়ে যায়। এখানে বাজি তৈরি করে ওড়িশায় পাঠানো হত। জামিন পাওয়ার পর কয়েকদিন ধরে এখানে শুরু করে।’

Purba Medinipur Blast : এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ, ঘটনাস্থলে পুলিশ-দমকল
মমতা (Mamata Banerjee) আরও বলেন, ‘সবথেকে দুর্ভাগ্যের বিষয় এই বাজি কারখানায় স্থানীয় ছেলেমেয়রা কাজ করে। সেই কারণে কোনও ঘটনা ঘটলে সব দায়টা তাদের উপরই গিয়ে পড়ে। কয়েকদিন আগে নির্দলকে সভাপতি করে এই পঞ্চায়েত বিজেপি দখল করে। তাদের খবর রাখা উচিত ছিল। এখনও অবধি যা খবর, তাতে পাঁচজন মারা গিয়েছে এবং সাতজন আহত হয়েছেন। পরিবারকে আড়াই লাখ টাকা ও গুরুতর আহতদের এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।’

Kaliyaganj Case : পুলিশি তদন্তে বিস্তর গলদ! কালিয়াগঞ্জকাণ্ডে উপেন-দময়ন্তী-পঙ্কজ দত্তকে নিয়ে সিট গঠনের নির্দেশ আদালতের
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছেন। এমনকী বিজেপির হাসপাতাল বলে স্থানীয় বিধায়ককেও সেখানে ঢুকতে দেওয়া হয়নি বলেও জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ঘটনায় সিআইডিতে তদন্তভার দেওয়া হয়েছে। জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখেছেন। মন্ত্রী মানস ভুঁইয়াকে স্থানীয় বিধায়ককে নিয়ে সেখানে যাওয়ার কথা বলেছি। পুলিশকে আরও বেআইনি বাজি কারখানা খুঁজে বের করতে হবে এবং নাকা চেকিং বাড়াতে।’

The Kashmir Files : ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে অপমানজনক মন্তব্য! মমতাকে আইনি নোটিশ বিবেকের
এগরার বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। সেই প্রসঙ্গে মমতা বলেন, ‘যাঁরা এনআইএ করে চিৎকার করছে তাদের বলব, NIA তদন্ত হলে আমাদের কোনও আপত্তি নেই। আমাদের কেউ ওখানে জড়িত নয়। NIA তদন্ত হলেও আসল দোষীরা যাতে ধরা পড়ে সেটাই আমরা চাই। মালিক যেখানেই পালাক, তাঁকে আমরা ধরে আনব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *