Mamata Banerjee : ৪-৫ লাখ শূন্য পদে এখনই নিয়োগ হতে পারে: মমতা – chief minister mamata banerjee said there are four to five lakh vacancies in state government offices which can be filled


এই সময়: রাজ্য সরকারি দপ্তরগুলিতে চার-পাঁচ লক্ষ করে শূন্যপদ রয়েছে, যেখানে এখনই নিয়োগ করা যেতে পারে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘এমনিতেই অনেক নিয়োগ বাকি পড়ে আছে। নানা ক্ষেত্রে আদালত রায়ও দিচ্ছে। এটাও ঠিক, প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন দপ্তরে ৪-৫ লাখ করে শূন্য পদ রয়েছে। সেগুলিতে এখনই নিয়োগ হতে পারে।’

Mamata Banerjee: ‘PSC কো-অর্ডিনেশন কমিটির নিয়ন্ত্রণে, আলিমুদ্দিন স্ট্রিট থেকে ঠিক হচ্ছে সরকারি চাকরি!’ আক্রমণ মমতার
তবে শূন্য পদ পূরণের ক্ষেত্রে রাজনৈতিকভাবে যে সব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সরকারকে, তা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে তিনি মূলত নিশানা করেছেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটিকে। তাঁর অভিযোগ, ‘পিএসসি থেকে শুরু করে সব জায়গায় কোঅর্ডিনেশন কমিটির লোক বসে আছে। আমাদের ছেলেমেয়েদের চাকরি কিন্তু হচ্ছে না, যত চাকরি ওরা ম্যানিপুলেট করে আলিমুদ্দিন স্ট্রিট থেকে করছে।’

Mamata Banerjee: ‘অনেকে ডিপ্রেশনে ভুগছেন, কিছু করে ফেললে…’, ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে সরব মুখ্যমন্ত্রী
এরপরেও অবশ্য মুখ্যমন্ত্রী বলেন, ‘আদালত আদালতের কাজ করুক। রাজ্য সরকার কিন্তু তার মতো করে নিয়োগের কাজ চালিয়ে যাবে। কারণ, রাজ্যে বিভিন্ন দপ্তরে বহু শূন্য পদে নিয়োগ বাকি রয়েছে।’ পুলিশ বা স্বাস্থ্য দপ্তরে যাতে সময় বেঁধে নিয়োগ সম্পন্ন হয়, তার উপরও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতার অভিযোগ, ‘সিপিএম তো চিরকুটে চাকরি দিত। আজও সেই ট্র্যাডিশন চলছে।’ তাঁর সংযোজন, ‘পিএসসি তো অটোনমাস বডি। আমি তো ওখানে চাকরি দিই না। পিএসসি-তে কর্মীদের ব্যাপারটা ভালো করে দেখুন একবার। সেখানে কর্মচারী স্তরে সব কোঅর্ডিনেশন কমিটির লোকজন বসে রয়েছে। এদের হাত দিয়ে বিডিও নিয়োগ হবে, তারা জয়েন্ট সেক্রেটারি হবে, প্রোমোশন পেয়ে তারা বড় পদে যাবে।

Firhad Hakim : পুর-নিয়োগে কেন এজেন্সি, বুঝে উঠতে পারেননি ববিই
গ্রুপ সি’র নিয়োগও পিএসসি’র হাতে আছে।’ মাস কয়েক আগে সরকারি কর্মচারীদের একাংশের ডাকা কর্মবিরতির দিনে নবান্নে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে মমতার অভিযোগ, কমপ্যাশনেট গ্রাউন্ডে চাকরি ফাইলও ইচ্ছে করে আটকে রাখা হচ্ছে। যদিও রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, ‘যদি পিএসসি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির লালদুর্গ হয়, তাহলে কমিশনের যিনি চেয়ারপার্সন তিনিও কি আমাদের সদস্য!’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *