Mamata Banerjee Egra Blast : এগরা বিস্ফোরণে মৃত বেড়ে ৯! CID-কে তদন্তভার মমতার, ওসির বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত – cm mamata banerjee gave cid the responsibility to investigate egra blast case


এগরায় বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিবারকে আড়াই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আহতদের এক লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিস্ফোরণে পাঁচ জনের মৃত্যু হয়েছে। সেই মৃতের সংখ্যা বেড়ে নয় হল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।Mamata Banerjee : এগরায় বিস্ফোরণে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, NIA-তদন্তে আপত্তি নেই মমতার
সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘যেখানে বাজির কারখানা ছিল সেটা বাংলা-ওড়িশা সীমান্ত। নির্জন স্থানে বেআইনিভাবে বাজির কারখানা গড়ে উঠেছিল। কারখানার মালিককে আগেও একবার গ্রেফতার করা হয়েছিল। ইতিমধ্যেই এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ মুখ্যমন্ত্রী জানান রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রাজ্য প্রশাসনের তরফে এই ঘটনায় যে কোনও খামতি নেই, সেকথা বোঝাতে মুখ্যমন্ত্রী বলেন, ‘ঘটনার পর জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়েছিলেন। দমকলকর্মীরা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নেমেছেন। আহতদের হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে। তবে স্থানীয় থানার ওসির কাছে কেন কোনও খবর থাকবে না? পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনার পর এগরা থানার আইসি মৌসম চক্রবর্তীকে শোকজ করা হয়েছে।

Egra Blast : এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ, ঘটনাস্থলে পুলিশ-দমকল
আদালতের নির্দেশে রাজ্যের বিভিন্ন মামলার তদন্ত করেছে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা। সম্প্রতি রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া ও রিষড়ায় হিংসার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রীকে একাধিকবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে। তবে এদিন নিজের অবস্থান থেকে খানিক সরে মমতা জানিয়েছেন, এই ঘটনার এনআইএ তদন্ত হলে তাঁর কোনও আপত্তি নেই।

মমতা বলেন, ‘আমার বন্ধুরা এনআইএ এনআইএ করে চিৎকার করছেন। এনআইএ তদন্ত হলে আমার কোনও আপত্তি নেই। আমাদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, খোঁজ নিয়ে দেখা হয়েছে। এনআইএ তদন্ত হলেও আসল অপরাধীর ধরা পড়া উচিত। সেখানে ঘটনা ঘটেছে সেই পঞ্চায়েত বিজেপির দখলে। তাঁরাও কোনও খোঁজখবর রাখেনি।’

Sukanta Majumdar Egra Blast: ‘অলিম্পিকে মিথ্যে বলার ইভেন্ট থাকলে গোল্ড আনতেন মুখ্যমন্ত্রী’, এগরা বিস্ফোরণ নিয়ে NIA তদন্তের দাবি সুকান্তর
প্রসঙ্গত, এদিন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুল গ্রাম। স্থানীয় এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা বাড়ির ছাদ উড়ে যায়। এমনকী সেখানে রাস্তায় ঝলসানো মৃতদেহ পড়ে থাকতেও দেখা গিয়েছে। স্থানীয়দের দাবি, বেআইনিভাবে এই বাজি কারখানা চলছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *