আরামবাগে মেডিক্যাল কলেজ হাসপাতালের পর নার্সিং কলেজ আরামবাগের মানুষের কাছে বাড়তি পাওনা। কেন্দ্রীয় সরকার এই কলেজগুলি তৈরি জন্য টাকা দিলেও রাজ্য সরকারকে জমি সহ প্রয়োজনীয় অনান্য পরিকাঠামো গড়ে দিতে হয়। সেই পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। যে সমস্ত মেডিক্যাল কলেজে নার্সিং পড়ার সুযোগ নেই, সেখানেই এই নতুন নার্সিং কলেজ খোলা হবে।
এই কলেজ হলে হুগলি জেলা সহ তার আশেপাশের জেলা যেমন মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান সহ বিভিন্ন জেলার নার্সিং পড়া ছাত্রীরা উপকৃত হবেন। এই বিষয়ে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ রমাপ্রসাদ রায় জানান, “আরামবাগে একটা নার্সিং কলেজের অনুমোদন পাওয়া গিয়েছে। যে কাজটা আমরা তাড়াতাড়ি শুরু করব। সরকারিভাবে স্বাস্থ্য দফতর থেকে জমি দেখার কাজ চলছে। অনেকগুলি জমি আমাদের হাতে আছে।”
অন্যদিকে নার্সিং কলেজ প্রসঙ্গে সাংসদ অপরূপা পোদ্দার জানান, “মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিন্সিপালের সঙ্গে নার্সিং কলেজ নিয়ে একটু আলোচনা করলাম। প্রফুল্ল চন্দ্র সেনের নামে একটা মেডিক্যাল কলেজ হয়েছে। আমাদের নার্সিং কলেজের জন্য জমি লাগবে আড়াই একরের মতো। আমাদের ক্যাম্পাসের মধ্যেই ছিল কিন্তু যেহেতু কেন্দ্রীয় সরকার তার নিয়ম বদল করছে তাই অন্য জমি লাগবে। সেজন্য আমাদের এই হাসপাতালের একটা আলাদা জায়গায় জমি আছে। সেটা ক্যাম্পাসের মধ্যে নেই, সেটা নিয়েও বিবেচনা করা হচ্ছে। চেয়ারম্যান ও কাউন্সিলারের সঙ্গে আলোচনা করা হবে। এখন দেখার কবে থেকে আরামবাগে নার্সিং কলেজের কাজ শুরু হয়।”
প্রসঙ্গত উল্লেখ্য, বারাসত, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, আরামবাগ, ঝাড়গ্রাম, বীরভূমের রামপুরহাট, কোচবিহার, পুরুলিয়া, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, তমলুক, জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের এই ১১টি জায়গা সহ দেশের মোট ১৫৭টি জায়গায় নতুন নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্র আগেই এই ১৫৭টি জায়গায় নতুন সরকারি মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল। তার সঙ্গেই নার্সিং কলেজও তৈরি হবে।