Siliguri News : শিলিগুড়িতে এবার ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি, সকলের দুয়ারে যাচ্ছেন মেয়র – siliguri mayor goutam deb visiting every ward to hear people grievances


পঞ্চায়েতে মানুষের অভাব-অভিযোগ শুনতে রাজ্য জুড়ে ‘দিদির দূত’ কর্মসূচি শুরু করেছিল তৃণমূল অনেকটা সেই কায়দায় ‘মানুষের কাছে চলো’ বলে নতুন কর্মসূচির সূচনা হয়েছে শিলিগুড়ি পুরসভায়। শিলিগুড়ির নাগরিকদের অভাব-অভিযোগ শুনতে মানুষের দুয়ারে যাচ্ছেন মেয়র গৌতম দেব। সমস্যা শুনে তৎক্ষণাৎ সমাধানেরও আশ্বাস দিচ্ছেন তিনি। এগুলো আদতে ‘চমক’ বলে কটাক্ষ গেরুয়া শিবিরের।

IPL News: হটস্পট মুদি দোকান! IPL প্লে-অফ শুরুর আগে চালিয়ে খেলছে বেটিং চক্র
শহর জুড়ে বাসিন্দাদের একাধিক সমস্যা ও অভিযোগ রয়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে যাওয়া শুরু করতেই সমস্যা নিয়ে মেয়রের কাছে ছুটে আসছেন বাসিন্দারা। সম্প্রতি শিলিগুড়িতে ‘মানুষের কাছে চলো’ কর্মসূচী শুরু করেছেন মেয়র গৌতম দেব। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সেখানে এলাকা ঘুরে ঘুরে বাসিন্দাদের সঙ্গে দেখা করছেন। আর তা করতেই গিয়েই বাসিন্দাদের বিস্তর অভিযোগ ও সমস্যার কথা শুনতে হচ্ছে মেয়রকে।

Siliguri Tourism : সুদর্শন যুবকের হাতসাফাইয়ে নিঃস্ব পর্যটক, ধৃত শিলিগুড়িতে
ইতিমধ্যেই মেয়র গৌতম দেব ২, ২৪ ও ৪৪ নম্বর ওয়ার্ডে গিয়েছেন। সেখানকার কাউন্সিলর ও পুরনিগমের মেয়র পারিষদদের সঙ্গে নিয়ে এলাকাগুলি পরিদর্শন করছেন। কিন্তু দেখা যাচ্ছে, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, পাট্টা সহ বিভিন্ন সমস্যা নিয়ে সরব হয়েছেন বাসিন্দারা। ওয়ার্ডগুলিতে যেতেই অভিযোগ পত্র নিয়েও হাজির হচ্ছেন অনেকেই। সেগুলি খতিয়ে দেখছেন মেয়র স্বয়ং। প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন আধিকারিকদের।

Siliguri News : চিকিৎসককে বিরাশি সিক্কার চড়! ধৃত বধূ
অভিযোগ উঠছে, কাউন্সিলরদের সমস্যার কথা জানিয়ে কোনও লাভ হয়নি। সমস্যার আর কোনও সমাধান হয়নি। যদিও মেয়র গৌতম দেব বলছেন, “ওয়ার্ডে কিছু সমস্যা থাকবেই। সেই সমস্যার কথা জানতেই ওয়ার্ডগুলিতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে দেখা করছি। যে সমস্যাগুলি দ্রুত সমাধান করা সম্ভব তা সমাধান করে দেওয়া হচ্ছে। কিছু কাজ টাকার অভাবে এই মুহুর্তে করা সম্ভব হয়ে উঠছে না। পরিকল্পনা নিয়ে বড় কাজগুলি করা হবে।”
এদিকে মেয়রকে এই কর্মসূচীকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি ও সিপিএম। ঘটা করে অভিযোগ শোনা হলেও তার আদৌ কতটা সমাধান হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান, শহরের সমস্যাগুলি বাস্তব। যেগুলি সমাধান করতে পারবেন না মেয়র। এর আগে উনি মন্ত্রী ছিলেন। তখনই সমস্যার সমাধান করতে পারেননি। এখন কীভাবে পারবেন।

Maa Canteen : মা ক্যান্টিন হাজির গৌতম দেব, পাত পেড়ে ৫ টাকার খেলেন ডিম-ভাত

পাশাপাশি শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, এসব চমক ছাড়া কিছুই নয়। মেয়র, কাউন্সিলরদের কাজই হল মানুষের সমস্যার সমাধান করা। কিন্তু সমস্যা শুনতে এমন ঘনা করে কর্মসূচী করে এলাকায় যাওয়ার কোনও মানে হয়না। এখনও অবধি তৃণমূল কাউন্সিলরদের ওয়ার্ডগুলিতেই গিয়েছেন মেয়র গৌতম দেব। যদিও আগামীতে সিপিএম ও বিজেপি কাউন্সিলরদের ওয়ার্ডেও তিনি যাবেন বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *