TET Recruitment Scam: ৩৬ নয়, প্রাথমিকে চাকরি বাতিলের সংখ্যা প্রায় ৩২ হাজার! নির্দেশ সংশোধন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের – tet scam 32 thousand primary teacher will loss job calcutta high court justic abhijit ganguly rectify the order


West Bengal News ৩৬০০০ নয়, প্রাথমিক চাকরি বাতিলের সংখ্যা প্রায় ৩২ হাজার, নির্দেশ সংশোধন করে এমনটাই জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলায় অভিযোগ করা হয় যে প্রায় ৩২ হাজার প্রশিক্ষণহীন শিক্ষক ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিল। নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় ৩৬ হাজার লিখেছিলেন। তা সংশোধন করলেন তিনি।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “২০১৬-র নিয়োগ প্রক্রিয়া এত বেআইনিভাবে হয়েছে যে তা বাতিল করা ছাড়া আর কোন উপায় ছিল না। এত ব্যাপক দুর্নীতি হয়েছে যে কে বৈধভাবে পেয়েছে আর কে অবৈধ ভাবে পেয়েছে সেটা খুঁজে বের করা সম্ভব নয়।”

WB 36 Thousand Teachers List : ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে মামলার অনুমতি পর্ষদকে
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “যে দালালরা গ্রেফতার হয়েছে এবং যারা গ্রেফতার হবে তাদের হাতে এত কোটি কোটি টাকা কোথা থেকে এসেছে? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে, হয়তো হবেও। আমি কী করতে পারি ? যারা টাকা নিয়েছে, অপরাধী তাদের বিরুদ্ধে কথা বলুন। আমি কোনও মন্তব্য করলে তা রাজনৈতিক মন্তব্য বলে মনে হতে পারে, তাই আমি কোন মন্তব্য করছি না।” এদিন এজলাসে উপস্থিত প্রাথমিক শিক্ষক থেকে পার্শ্ব শিক্ষক হওয়াদের উদ্দেশে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

Para Teacher Salary : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৩৬ হাজার শিক্ষক এখন প্যারা টিচার! কী কাজ-কত বেতন জানেন?

উল্লেখ্য, TET নিয়োগ দুর্নীতি মামলায় উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এদিন সেই সংখ্যায় সংশোধন করা হয়েছে। সংখ্যাটা প্রায় ৩২ হাজার। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ ছিল এই শিক্ষকরা আগামী চার মাস প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক হিসেবে কাজ করবেন এবং সেই স্কেলেই বেতন পাবেন।

Justice Abhijit Gangopadhyay: প্রাথমিক বাদে নিয়োগ মামলা তাঁরই এজলাসে? ইঙ্গিত তালিকায়?

তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এরপরেই বিক্ষোভ দেখান ওই ‘কর্মচ্যুত’ প্রাথমিক শিক্ষকরা। তাঁদের বক্তব্য ছিল, তাঁদের কথা না শুনেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

TET Recruitment Scam : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি অনিশ্চিত ২ হেভিওয়েট তৃণমূল নেতার ছেলের
এদিকে এই শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছে পর্ষদ। এই মামলা গিয়েছে ডিভিশন বেঞ্চে। পর্ষদ ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চেয়েছিল। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মামলাটি বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে ওঠার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন।

তিনি এই ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের উদ্দেশে বলেন, “আপনারা অবসাদে ভুগবেন না। বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের ক্ষেত্রে যতদূরে যাওয়ার আমরা যাব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *