TMC ISF Clash : তৃণমূলের মিছিলে ছোঁড়া বোমায় আহত শিশু, রাজনৈতিক টানাপোড়ে ভাঙড়ে – a child injured due to throwing bombs from tmc rally at bhangar area


West Bengal News : ভাঙড় এলাকায় একটি কথা প্রচলিত আছে– কোনও দলের কর্মীর সর্দি কাশি হলেও সেটিকে নিয়ে রাজনীতি শুরু করে আরেক দল। আর এবার তো বোমার আঘাতে এক শিশুর আহত হওয়ার অভিযোগ উঠেছে ভাঙড়ে। আর তা নিয়ে রাজনীতি শুরু হবে না তা কি হয়! এক দুধের শিশুকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হল ভাঙড়ে।

Arabul Islam : ‘এদের মার দিয়ে উন্নয়ন বোঝাতে হবে,’ বিতর্কিত মন্তব্য আরাবুলের
ISF-এর দাবি, তৃণমূলের ছোঁড়া বোমায় আহত হয়েছে স্থানীয় এক ISF সমর্থকের সন্তান। সে রাতভর ঘুমোয়নি। উলটো দিকে তৃণমূলের দাবি শিশুটি ভাল আছে। পটকার শব্দে সে ভয় পেয়ে গিয়েছিল, অন্য কোনও আঘাত লাগেনি তার। এখন সে খেলছে।

উল্লেখ্য, সোমবার ভাঙড়ের ফুলবাড়ি গ্রামে মিছিল বার করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেই মিছিল থেকে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যার ফলে ওই এলাকার এক ISF সমর্থকের ছোট মেয়ের গায়ে সেই বোমা লাগে। ঘটনায় অল্প আহত হয় বছর দেড়েকের ওই শিশু কন্যা। এরপরই ISF নেতৃত্ব বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু করেন।

ISF TMC Clash : মদের বোতল মিলবে মিটিংয়ে গেলেই! ISF-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভাঙড়ে
এমনকি মানবাধিকার, শিশু ও মহিলা কমিশনে যাওয়ার হুমকি দেন ওই এলাকার ISF নেতা ফিরোজ সাঁফুই। তিনি বলেন, “তৃণমূল কর্মীরা ইচ্ছে করে বোমা ছুঁড়ে মেরেছে আমাদের সমর্থকের বাড়ির সামনে। আর এতেই ওই শিশু জখম হয়েছে। এই ঘটনা জানান দিচ্ছে, শিশুরাও এই এলাকায় তৃণমূলের থেকে সেফ নয়। আমরা এই ঘটনা নিয়ে সব জায়গায় অভিযোগ জানাবো। ওই শিশু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে।”

যদিও এই বিষয়টি ভাল চোখে দেখছেন না ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, “ওই বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ আছে। মিথ্যা কথা বলে আমাদের বদনাম করার জন্য এমনটা করছে ISF। মিথ্যা দিয়ে রাজনীতি করছেন নওশাদ। এগুলো করে কোনও লাভ হবে না। মানুষ সব কিছু দেখছেন। ওই মিছিল থেকে কোনও বোমা ছোঁড়া হয়নি। এটা তৃণমূলের সংস্কৃতি না।”

Bhangar Incident : ISF-এর মিটিংয়ের পরেই বোমাবাজির ঘটনা, ফের উত্তপ্ত ভাঙড়
এদিন ভাঙড় থানায় নওশাদের নামে অভিযোগ দায়ের করেন তৃণমূল।এদিকে এই বিষয়ে আহত ওই শিশুর মা জানান, “আমার মেয়ে এই মুহূর্তে সুস্থ নেই। খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। সেই সঙ্গে আমাদেরও ভয় লাগছে ওকে নিয়ে। কান্নাকাটি করছে খালি। ঘুমোতেও পারেনি। খাওয়া দাওয়া করছে না। ডাক্তারের কাছে আমরা নিয়ে গিয়েছিলাম। উনি বলেছেন বাচ্চার মাথায় আঘাত লেগেছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *