Trinamoole Nabo Jowar : অভিষেকের ‘ওষুধ’-এও সারল না রোগ! ফের বিতর্কে অনুব্রত ঘনিষ্ঠ কেরিম – kerima khan tmc leader close to anubrata mondal once again says controversial comment


‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে তিনদিনের জন্য বীরভূমে এসে সতর্ক করে যান খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের নির্দেশ কার্যত অমান্য করে ফের বিতর্কিত মন্তব্য করলেন নানুরের তৃণমূল নেতা কেরিম খান। বীরভূম এসে গোষ্ঠী কোন্দল মিটিয়ে দলের হয়ে কাজ করার বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় আব্দুল কেরিম খানের উদ্দেশ্যেও কোর কমিটিকে বার্তা দিয়েছিলেন তিনি।

কেরিমকে উদ্দেশে কার্যত হুঁশিয়ারির সুরে অভিষেক বলেন, ‘এখনও যদি গোষ্ঠী কোন্দলের ভাগীদার হনস, তাহলে পূর্ত কর্মাধ্যক্ষের পর থেকে সরিয়ে দিতে একবারও ভাবা হবে না।’ অভিষেকের কড়া বার্তার পরেও অনুব্রত মণ্ডলের জেলায় গোষ্ঠী কোন্দল থামার কোনও লক্ষণ নেই।

Abhishek Banerjee : গোষ্ঠীকোন্দল বরদাস্ত নয়, বীরভূম ছাড়ার আগে একাধিক নেতাকে হুঁশিয়ারি অভিষেকের
নানুরের থুপছাড়া অঞ্চলে বাসাপাড়ার দলীয় কার্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “জেলা সভাপতি যে ছাড়া যেমন চলে না, ব্লক সভাপতি যারা ছাড়া যেমন চলে না, ঠিক তেমনি অঞ্চল সভাপতি ছাড়াও চলবে না। এটা আমাদের দলের বাধা ধরা নিয়ম। সেই নিয়মের ভিত্তিতে চলে। কিছু মানুষ শক্তির প্রদর্শন করে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করার চেষ্টা করে। কিন্তু দলের নিয়ম শৃঙ্খলা মেনে দল করতে হবে। মানুষকে অপদস্থ করলে চলবে না, যাঁরা আসল তৃণমূল নিয়ম মেনে চলতে হবে।”

কেরিম আরও বলেন, ‘বর্তমানে কিছু উচ্ছৃংখল কর্মী নিজেদের শক্তির বড়াই করে কাজ করতে চাইছেন নানুরে। কেউ যদি ভাবে তৃণমূলকে সামনে রেখে বালিঘাট চালাব, মানুষের উপর খবরদারি করব, নানুরের মানুষ মেনে নেবে না। বালিঘাট চালিয়ে দলকে সামনে রেখে নানুরে মাফিয়ারাজ চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সকলকে কাজ করতে হবে। নানুরের সকল স্তরের কর্মীদেরকে সমান মর্যাদা দিতে হবে।’

Abhishek Banerjee : কেরিম খানকে সতর্ক করল কোর কমিটি
জেলার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নাম না করে নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ ও তাঁর অনুগামীদের উদ্দেশে নাম না করে এই বার্তা দেন কেরিম। তৃণমূল নেতার এই মন্তব্যের পর ফের নতুন করে দলীয় কোন্দল বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Abhishek Banerjee : দিদি উদারতা দেখালেই একমাত্র দলে ফিরবেন জয়ী বিক্ষুব্ধ প্রার্থী
নানুরে কেরিম-কাজলের পৃথক গোষ্ঠীর কথা সর্বজনবিদিত। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কেরিম জেলবন্দি জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। অন্যদিকে কাজল শেখ বরাবরই অনুব্রতর বিরোধী গোষ্ঠীর মুখ। সম্প্রতি নানুরের তৃণমূল নেতাদের একাংশ বালিখাদান নিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। তাঁর পিছনেও কেরিমের হাত ছিল বলে দাবি, স্থানীয়দের একাংশের। কাজল শিবিরে তরফে কোনও বার্তা আসে কিনা সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *