Abhishek Banerjee : খোদ অভিষেকের গড়েই পানীয় জলের দাবিতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ – villagers showed protest demanding drinking water in bishnupur


West Bengal News : কোচবিহার থেকে ঘটা করে শুরু হয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নব জোয়ার যাত্রা’। সাড়াও মিলছে অনেক। কিন্তু অন্য এলাকায় সাড়া মিললেও, তাঁর নিজের সংসদীয় কেন্দ্রেই এবার দেখা দিল বিক্ষোভ। অভিষেকের গড়ে পানীয় জলের দাবিতে এলাকার মানুষ বিক্ষোভ দেখালেন টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ ৷ প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা ৷ এদিকে, বিষয়টিকে কটাক্ষ করেছে BJP ৷

Abhishek Banerjee : পথে থেমে ‘ক্ষোভ’ শুনলেন অভিষেক
BJP নেতা সুফল ঘাঁটুর অভিযোগ, “এই সরকার ও তৄণমুল দুর্নীতি করতে ব্যস্ত ৷ এরা মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ” ৷ এই ঘটনাটি সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের রোহনপুর এলাকার ঘটনা ৷ গোতলহাটে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷ তাদের অভিযোগ বিগত এক সপ্তাহ ধরে তারা পানীয় জলের পরিষেবা পাচ্ছেন না৷

Abhishek Banerjee : বুধে পর্যালোচনা বৈঠকে অভিষেক, জনসংযোগ যাত্রায় উঠে আসা অভিজ্ঞতা নিয়েও আলোচনা
দিনে তিনবার পানীয় জল দেওয়ার কথা থাকলেও সেই পরিষেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ৷ আগে দিনে অন্তত একবার হলেও টাইম কলে পানীয় জল পাওয়া যেত ৷ ইদানীং সেটাও বন্ধ হয়ে গিয়েছে বলে এলাকার মানুষের অভিযোগ ৷ যাদের জল কিনে খাওয়ার ক্ষমতা আছে তারা জল কিনে খেলেও বাকিরা সমস্যার মধ্যে পড়েছেন৷

Trinamool Congress : বাদ পড়ল না বীরভূমও, অভিষেকের সভার আগেই বিবাদে জড়ালেন নেতা কর্মীরা
তাদের বক্তব্য জল নিয়মিতভাবে না পেলে তারা আন্দোলন চালিয়ে যাবেন৷ স্থানীয় এক বাসিন্দা বলেন, “দিনের পর দিন আমরা জল পাচ্ছি না। প্রশাসনকে বেশ কয়েকবার জানিয়েছি কিন্তু তাতেও কাজ হচ্ছে না। আর এদিকে এই তীব্র গরমেই বেশি জলের দরকার। রাজ্য প্রশাসন সেটা কবে বুঝবে!

Bankura News : তাপমাত্রা ৪০ ডিগ্রি পার, অবলা পশু-পাখিদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ বাঁকুড়ায়
আমাদের দাবি যেরকম তিনবার করে জল আসত, সেটাই দিতে হবে। আজকের পরেও যদি আমরা জল না পাই, তাহলে রোজ এরকম আন্দোলন চলবে”। বিষ্ণুপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সোমাশ্রী বেতাল জানান, “আমরা খবর পেয়েই ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিক ও PHE দপ্তরের কর্মী ও আধিকারিকদের পাঠিয়েছি ৷

তারা এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন”৷ দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি ৷ যদিও বিরোধী দল BJP-র অভিযোগ, এলাকার সাংসদ গোটা রাজ্যে তাঁবু খাঁটিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর তাঁর এলাকার মানুষরাই জলের দাবিতে পথ অবরোধ করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *