Coal Smuggling Case : এ বিকাশ সে বিকাশ নয় – bikash mishra accused of coal smuggling case radically transformed himself


বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোল
চেহারার চাকচিক্যে এমন ভোলবদল ভাবতেই পারছেন না আদালতের আইনজীবী থেকে ল ক্লাকরা। ২০২১-এর এপ্রিলে তাঁকে যখন আসানসোল সিবিআই আদালতে আনা হয়, তখন কার্যত ধুঁকছিলেন কয়লা পাচার মামলায় ধৃত বিকাশ মিশ্র। তখন তিনি এতটাই অসুস্থ যে, সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়েছিলেন। তাঁকে আদালত ৭ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেও ৩ দিনও জেরা করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভর্তি করাতে হয় হাসপাতলে। দু’বছর পর সেই বিকাশ এখন তরতাজা যুবক। পনিটেল, পরিপাটি দাড়ি, ব্যাকপ্যাকে তিনি যেন সম্পূর্ণ পাল্টে যাওয়া এক মানুষ।

Coal Smuggling Case : ‘আমি নির্দোষ…ফাঁসানো হয়েছে’, জামিন পেয়েই দাবি বিকাশের
২০২১-এর ১৬ মার্চ গোরু পাচার কাণ্ডে দিল্লিতে বিকাশকে গ্রেপ্তার করেছিল ইডি। ৬ দিনের হেফাজত শেষে তাঁর ঠাঁই হয় তিহার জেলে। এর পর এপ্রিলে তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। সেই সময় শুনানির জন্য তাঁকে আদালতে আনা হলে দেখা গিয়েছিল, দাঁড়ানোর ক্ষমতাও নেই তাঁর। দুই পা মাটিতে ভাঁজ করে কোনও মতে বসতেন। এমনকী আদালতের ভিতরে তাঁকে গ্লুকোজ খেতে দেওয়া হতো।

Coal Smuggling Case : সঙ্গী বিনয়, কয়লা পাচারকাণ্ডে ৪ দিনের CBI হেফাজতে ECL – CISF কর্তা
অসুস্থ বিকাশকে শম্ভুনাথ পণ্ডিত এবং পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করাতে হয়। দীর্ঘ কয়েক মাস তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। তার পর কলকাতা হাই কোর্ট তাঁকে জামিন দেয়। গত ৪ দিন তাঁকে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মঙ্গলবার সেই জিজ্ঞাসাবাদ শেষে তিনি হাজির হন আসানসোল আদালতে।

Ayan Sil : পুর নিয়োগে অয়ন শীলকে জিজ্ঞাসাবাদের তোড়জোড়
এমন ভোলবদলের রহস্য কী? জবাবে বিকাশ বলেন, ‘গ্রেপ্তারির আগে থেকেই আমার মাথার চুল উঠে যাচ্ছিল। অসুস্থতা তা আরও বাড়িয়ে দেয়। ভেবেছিলাম তিরুপতি মন্দিরে গিয়ে চুল, দাড়ি সব মানত করব। কিন্তু করোনার কারণে তিরুপতি যাওয়া হয়নি। পরে মন্দির যখন খুলল, তখন আমাকে গ্রেপ্তার করা হয়েছে।

মাঝখানে যেটা হলো, অদ্ভুত ভাবে আমার চুল, দাড়ি বেড়ে গেল। সেটা আর কাটা হলো না।’ জানাচ্ছেন, সিবিআইয়ের নির্দেশ ছাড়া তিনি রাজ্যের বাইরে যেতে পারেন না। তবে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেই তিরুপতি মন্দিরে গিয়ে চুল, দাড়ি দিয়ে আসবেন। আর শরীর ভালো হওয়ার মন্ত্র কী? বিকাশ বলেন, ‘মানসিক ভাবে এখন অনেক ভালো আছি। তাই হয়তো শরীরও ভালো হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *