Egra Bomb Blast: রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠা-বসা! কী ভাবে উত্থান এগরার বেআইনি বাজি কারখানার ‘মালিক’ ভানুর? – who is krishna prasad bag the owner of egra illegal crackers factory owner


মাত্র কয়েক মাসের ব্যবধানে ফের বিস্ফোরণের ঘটনা পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে এগরার সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকূল গ্রাম। গত কয়েক মাস আগেই ভগবানপুরের নাড়ুয়াবিলা ও পাঁশকুড়াতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

মঙ্গলবার এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কেঁপে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে কারখানার কর্মীদের দেহ চ্ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে। ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত মৃত্যু হয়েছে নয় জনের। আহত আরও ৬। ঘটনায় তদন্ত শুরু CID-র। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মৃতদের পরিবার এবং আহতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় ইতিমধ্যেই NIA তদন্তের দাবি জানিয়েছেন বিরোধীরা।

Egra Blast : বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল, মালিক ভানু জখম হয়েও ধাঁ
প্রশ্ন উঠছে কী ভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে এই রমরমা কারবার চলছিল?
বেআইনি এই বাজি কারখানার মালিক হিসেবে উঠে আসছে কৃষ্ণপ্রসাদ বাগ ওরফে ভানুর নাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কৃষ্ণপ্রসাদ আগেই গ্রেফতার হয়েছিল। পরে জামিনে ছাড়া পেয়ে এই কারবার ফেঁদে বসেছিল সে।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই বাজি কারখানা চলছে বেআইনিভাবে। এর আগে বেশ কয়েকবার ভানু পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। কিন্তু, পরবর্তী সময় জামিন পায় সে। জানা গিয়েছে, প্রায় ৩০ বছর ধরে বাজি তৈরির সঙ্গে যুক্ত ছিল ভানু। ধীরে ধীরে তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে।

Mamata Banerjee Egra Blast : এগরা বিস্ফোরণে মৃত বেড়ে ৯! CID-কে তদন্তভার মমতার, ওসির বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত
এলাকাবাসীর দাবি, স্থানীয় রাজ্য শাসক দলের নেতাদের সঙ্গে ওঠাবসা ছিল ভানুর। গ্রামের বাড়িতেই গড়ে উঠেছিল তার বাদি কারখানা। এর আগেও সেখানে কয়েকটি বিস্ফোরণ ঘটে। এমনকী, এই কারখানার বিস্ফোরণেই প্রাণ যায় ভানুর ভাই ও তাঁর স্ত্রী, স্থানীয় সূত্রে খবর এমনটাই।

ঘটনার পর কিছুদিন এলাকাছাড়া ছিল সে। পরে আবার এগরায় সে নির্মাণ করে বাজি তৈরির কারখানা। একাধিক কর্মী সেখানে কাজ করত। এর আগে এগরা থানার পুলিশের হাতে গ্রেফতার হয় ভানু। কিন্তু, জামিনে মুক্তির পর সে আবার এই ব্যবসা শুরু করে।
Egra Blast : এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ, ঘটনাস্থলে পুলিশ-দমকল
মঙ্গলবারের বিস্ফোরণের পর পরিবার সহ ভানু বেপাত্তা। জানা গিয়েছে, পুড়ে গিয়েছে সে। ওই অবস্থাতেই ওডিশায় গিয়েছে ভানু, সূত্রের খবর এমনটাই। এদিকে এদিন এগরায় যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। NIA তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। এলাকাটিকে পর্যাপ্ত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার রাতে ডি আই জি প্রসূন বন্দ্যোপাধ্যায়, পাঁচ সদস্যের CID টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়েছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি সহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *