Gram Panchayat Member : কাঁধে পঞ্চায়েতের দায়িত্ব, চা বেচেই সংসার টানেন ‘অতি সুবোধ’ তৃণমূল সহ সভাপতি – subodh tudu earning by selling tea despite holding the post of vice president of the panchayat of jhargram sadar gramin block know his story good news


মানুষকে ভালো চা খাইয়ে তৃপ্তি তাঁর। ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের সুবোধ টুডুর চা বিক্রি করাটাই পেশা। কিন্তু তাঁর নেশা হল রাজনীতি। বছর ৪২ এর ঝাড়গ্রামের সুবোধ টুডু। ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের পঞ্চায়েতে সমিতির সহ সভাপতির পদে থাকেলও চা বিক্রি করেই দিনযাপন করছেন সুবোধ।
ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের রাজপাড়া গ্রামের সুবোধের বাড়ি। ঝাড়গ্রাম থেকে চন্দ্রী যাওয়ার রাস্তার উপরেই রয়েছে রাজপাড়া গ্রামের মোড়েই রয়েছে সুবোধের চায়ের দোকান।

Bankura News : ৬ মাস পর পরিবার ফিরে পেল অসমের ইসমাইল! বাঁকুড়া হাসপাতালকে সাবাশি সকলের
প্রতিদিন সকাল বিকাল বহু মানুষের সমাগম হয় সুবোধের চায়ের দোকানে। সুবোধ চায়ের পাশাপাশি ভালো তেলেভাজাও তৈরি করেন। চপ, পিঁয়াজি, পকোড়া পাওয়া যায় তাঁর দোকানে। বহু মানুষ তাঁদের সমস্যা নিয়ে হাজির হয় সুবোধ এর দোকানে। চায়ের দোকান চালানোর মধ্যেই তাঁদেরকে পরিষেবা দিয়ে থাকে সুবোধ। চায়ের দোকানেই রাখা থাকে স্ট্যাম্প ও কাগজপত্র। কারও হাতে সার্টিফিকেট তুলে দেয় আবার কারও রূপশ্রী, কন্যাশ্রী বা বার্ধক্য ভাতার ফর্ম ফিলাপ করে দেন। গ্রামের অল্প শিক্ষিত মানুষদের দরখাস্ত লিখে দিতে হয় সুবোধকে।

Uttar 24 Pargana : অভিনব উদ্যোগ! অসহায়দের সহায় হতে বসিরহাটে চালু ‘অবলম্বন’
সুবোধ ছোট থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার সবং থেকেই পড়াশোনা করেছেন। সেখান থেকেই তিনি স্নাতক হয়েছেন। সুবোধ ছোট থেকেই মানুষের পাশে দাঁড়াতে ভালবাসতেন। সুবোধ ঝাড়খন্ড পার্টি করতেন। রাজ্যের পালাবদলের পর সুবোধ তৃণমূল কংগ্রেসে যোগদান করেনa। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে নিজের এলাকা থেকে পঞ্চায়েত নির্বাচিত হন তিনি।

Jhargram News : প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে বিপত্তি! বিরল গ্রুপের রক্ত দিয়ে মহিলার প্রাণ বাঁচালেন সাংবাদিক
সুবোধের স্বচ্ছ ভাব মূর্তির কারণে পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য স্থায়ী সমিতির সঞ্চালক পদে বসানো হয়। ২০১৪ সালে তৃণমূলের সাপধরা অঞ্চল সভাপতি হয় সুবোধ। ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে সাপধার পঞ্চায়েত সমিতির আসনে দাড়িয়ে জয়ী হয় সুবোধ। ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিসেবে নির্বাচিত হয় সুবোধ।

Malda News : ৮ মিনিটে ৫০ টি কবিতা পাঠ করে নজির, মালদার মাহফুজ পেল ইন্ডিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি
সুবোধ বলেন, “আমি সংসার চালানোর জন্য চা বিক্রি করি। চায়ের সাথে তেলেভাজাও বিক্রি করি। এতে আমার যা রোজগার হয় তাতেই আমার সুন্দর সংসার চলে যায় । রাজনীতি আমার নেশা। ছোট থেকেই আমি মানুষের পাশে থাকতে ভালোবাসি। রাজনীতি আমার নেশা, চা বিক্রি করা আমার পেশা।”

Gold Medal In Karate: দুবাইয়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জয় হাওড়ার কিশোরের
সুবোধের দোকানে চা খেতে আসা কাশিয়া গ্রামের বাসিন্দা ধীরেন্দ্রনাথ কিষ্কু, পুকুরিয়া গ্রামের বাসিন্দা বাবুরাম সরেনরা বলেন, “সুবোধ খুব ভালো চা বানায়। আমরা প্রায়ই চা খেতে আসি। চা খাওয়ায় পাশাপাশি কোনও কাজের দরকার থাকলে এখন থেকেই পেয়ে যায়।” ঝাড়গ্রাম জেলা তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু বলেন, “এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ। সর্বদা মানুষের পাশে থাকার বার্তা দিয়ে থাকেন তিনি। সুবোধের কর্মে আমরা সবেই গর্বিত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *