Locket Chatterjee : ‘বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলা…’, এগরা নিয়ে বিস্ফোরক লকেট – bjp leader locket chatterjee claims that state has become pile of bombs after egra incident


‘বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলা’, এগরার ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। এগরার ঘটনাকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। NIA তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর মধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা শোনা গেল বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের মুখে।

Egra Bomb Blast : NIA তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু, কান্নায় ভেঙে পড়লেন স্বজনহারারা
বিজেপি নেত্রী লকেটের কথায়, এগরা, পিংলা, খাগড়াগড় থেকে বীরভূম বোমার স্তূপে পরিণত হয়েছে। বুধবার বাঁকুড়ার বেলিয়াতোড়ে একটি বেসরকারি লজে দলের এক সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে একহাত নেন লকেট।

Egra Bomb Blast: রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠা-বসা! কী ভাবে উত্থান এগরার বেআইনি বাজি কারখানার ‘মালিক’ ভানুর?
লকেট এদিন আরও অভিযোগ করে বলেন, “প্রতিটি বিস্ফোরণ শেষে রাতের অন্ধকারে দেহ পাচার করে দেওয়া হয়, তারপর মুখ্যমন্ত্রীর মুখ খোলেন।” এছাড়াও এগরার ঘটনায় রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিকেও কটাক্ষ করে তিনি। তাঁর বক্তব্য, “এই ঘটনায় প্রমাণ করে বোমা তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উৎসাহিত করা হচ্ছে।” ওই ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও এএনআই তদন্তের দাবিও জানান লকেট চট্টোপাধ্যায়।

Egra Blast : এগরার গ্রামে বাধার সম্মুখীন তৃণমূলের প্রতিনিধি দল, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস
মঙ্গলবারের এগরার ঘটনার রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যায় চরম রাজনৈতিক দ্বন্দ্ব। গোটা ঘটনায় একে অন্যকে দায়ি করে পথে নামে বিজেপি ও তৃণমূল। বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছে মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানান শুভেন্দু অধিকারী। পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ঘটনার বিরুদ্ধে সোচ্চার হন তিনি। বাজি বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখাও করেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা।
বিজেপির প্রতিনিধি দলের পাশাপাশি এদিন ঘটনাস্থলে যান তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরাও। তৃণমূলের প্রতিনিধি দোলে ছিলেন তৃণমূল বিধায়ক মানস রঞ্জন ভুঁইয়া, সৌমেন মহাপাত্র, তৃণমূল নেত্রী দোলা সেন সহ তৃণমূলের অন্যান্য প্রতিনিধিরা। এদিন গ্রামে ঢোকার মুখে গ্রামবাসীদের একাংশের বাধার সম্মুখীন হন তাঁরা। তবে ক্ষতিগ্রস্ত পরিবারে সঙ্গে দেখা করেন তাঁরা। সরকারের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয় তাঁদের। পাশাপাশি, দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যাপারেও আশ্বাস দেওয়া হয় তৃণমূলের তরফে।

Trinamool Congress : ‘পার্থদা ৪ ঘন্টা ওকে নিয়ে গল্প করত, আমরা বাইরে থাকতাম’, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

ঘটনায় ইতিমধ্যে NIA তদন্ত দাবি করেছে বিজেপি। NIA তদন্তের দাবি জানিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ইস্যুটিকে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করবে বিজেপি, এরকমটাই ধারণা রাজনৈতিক মহলে। এমনকি আগামী দিনে এগরায় মহা মিছিলের ডাক দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *