Mamata Banerjee Abhishek Banerjee : ‘বিশ্রাম নাও’, অভিষেককে ফোন মমতার, কী জবাব ‘যুবরাজ’-এর? – mamata banerjee calls abhishek banerjee amid his jana sanjog yatra asks him to take rest


পঞ্চায়েত নির্বাচনের আগে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা কর্মসূচি। কোচবিহার টু কাকদ্বীপ, দীর্ঘ দুই মাস ধরে চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন সংযোগ যাত্রা। ইতিমধ্যেই ২২ দিন অতিক্রান্ত। একের পর এক জেলায় গিয়ে জনসংযোগ সারছেন তৃণমূলের ‘যুবরাজ’। জনসভা করছেন, সাধারণ মানুষকে আশ্বাস দিচ্ছেন। চলছে পঞ্চায়েতের প্রার্থী বেছে নেওয়ার জন্য জনমত নেওয়ার প্রক্রিয়াও।

Mamata Banerjee : ২ হাজার কিমি পেরোলেন অভিষেক, টুইটে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

অভিষেককে ফোন মমতার

আর এই যাত্রার মধ্যেই অভিষেককে বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর কাছ থেকে ফোন পেলেন অভিষেক। দলীয় সূত্রে খবর, ফোন মমতা অভিষেককে পরামর্শ দিয়ে বলেন, “বিশ্রাম নাও।” দিদির থেকে এই বার্তা পেয়ে আপ্লুত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি এই জনসংযোগ যাত্রার মাঝে থামতে নারাজ। তিনি বারবার এ কথা জানিয়েছেন, জনসংযোগ যাত্রা চলাকালীণ একবার বাড়ি ফিরতে চান না তিনি।

Abhishek Banerjee : বুধে পর্যালোচনা বৈঠকে অভিষেক, জনসংযোগ যাত্রায় উঠে আসা অভিজ্ঞতা নিয়েও আলোচনা
কী উত্তর অভিষেকের?

অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাবে সবিনয়ে দিদিকে বলেন, “রাজনীতির ছাত্র হিসেবে মানুষের মাঝে থেকে এভাবেই আমি শিখতে চাই।” অর্থাৎ তাঁর লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামতে রাজি নন তৃণমূলের সাধারণ সম্পাদক।

Abhishek Banerjee : দিদি উদারতা দেখালেই একমাত্র দলে ফিরবেন জয়ী বিক্ষুব্ধ প্রার্থী
অভিষেকের এই কর্মসূচি প্রায় ৬০ দিন ধরে চলবে। গোটা কর্মসূচি চলাকালীন সবমিলিয়ে মোট ৬০টি অধিবেশন করা হবে। ২৫০টিরও বেশি জনসভা করবেন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ লাখ মানুষের সঙ্গে জনসংযোগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই কর্মসূচিতে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করবেন তিনি। তিন লাখের বেশি তৃণমূল কর্মী সমর্থক সরাসরি এই কর্মসূচিতে যুক্ত।

Abhishek Banerjee : পথে থেমে ‘ক্ষোভ’ শুনলেন অভিষেক
এদিকে, যাত্রায় বেরিয়ে বীরভূমের কুসুম্বা গ্রামে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অখ্যাত গ্রামেই রয়েছে অভিষেকের মামাবাড়ি। দীর্ঘ ১০ বছর পর সেখানে যান তিনি। মামাবাড়িতে গিয়ে দাদু অনিল মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিষেক। অশক্ত শরীরে তাঁকে জড়িয়ে ধরেন দাদু। ফেসবুকে অভিষেক লেখেন, “সারাদিনের অফুরান ব্যস্ততার মাঝেও, নিজের দাদুর সঙ্গে সময় কাটিয়ে সব ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেল।” ১০ বছর পরে মামবাড়িতে গিয়ে খানিক আবেগতাড়িত হয়ে পড়েন তৃণমূলের সাধারণ সম্পাদক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *