Online Biryani Order : অনলাইনে কেনা বিরিয়ানি খেয়ে অসুস্থ! জেলা প্রশাসনের দ্বারস্থ পরিবার – a child feeling sick after eating online order biryani in alipurduar


West Bengal News : জায়গায় জায়গায় এখন ফুড ডেলিভারি অ্যাপের রমরমা। অর্ডার করলেই বাড়িতে পৌঁছে যাচ্ছে সুস্বাদু খাবার। সেই দেখে অনেক দোকানও এখন শুরু করেছে অনলাইনে ডেলিভারি। আর সেই দেখে দোকান থেকে খাবার অর্ডার করে ঠকছেন অনেকেই। খেয়ে হচ্ছেন অসুস্থ।

এমনই অভিযোগ পাওয়া গেল এবার আলিপুরদুয়ার শহর থেকে। অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে এক শিশু। আর তারপরেই মঙ্গলবার বিকেল নাগাদ আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করল পুরসভার বড়বাজার সংলগ্ন এলাকার ওই পরিবার।

Kaliyaganj Child Death : কালিয়াগঞ্জে দেহ ব্যাগে নিয়ে ফেরার ঘটনায় শোরগোল রাজ্যে, পরিবারের পাশে অঙ্কুর-জয়কৃষ্ণ
জানা গিয়েছে গত সোমবার রাতে অনলাইনে জংশন রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি দোকান থেকে বিরিয়ানি অর্ডার করে ওই পরিবার। সেই বিরিয়ানি খাওয়া মাত্রই অসুস্থ হয়ে পড়ে ওই পরিবারের এক শিশু। এরপর তড়িঘড়ি জেলা হাসপাতালের এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ওই শিশুকে ওষুধ খাওয়ানো হয়। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওই শিশুর পরিবারের অভিযোগ অনলাইনে আনা ওই খাবারের অযোগ্য বিরিয়ানি খেয়ে ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সেই ঘটনায় মঙ্গলবার বিকেল নাগাদ বিরিয়ানির দোকানের বিরুদ্ধে আলিপুরদুয়ারের জেলাশাসক, মহকুমা শাসক এবং ফুড সেফটি অফিসারকে লিখিত অভিযোগ জানান ওই শিশুর পরিবার।

Dakshin 24 Pargana : প্রসূতির মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ধুন্ধুমার কাণ্ড ক্যানিং হাসপাতালে
ওই শিশুটির বাবা বলেন, “সোমবার বাড়িতে বাচ্চাটি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে প্রকাশ করে। তারপর বাড়িতে অর্ডার করে বিরিয়ানি এনে খেতেই সমস্যা শুরু হয়।” এদিন অভিযোগ পাওয়া মাত্রই জংশন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার ওই বিরিয়ানির দোকানে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালান আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার

এরপরে আলিপুরদুয়ার জেলা শহরের বিভিন্ন বিরিয়ানির দোকানগুলিতে অভিযান চালানো হয়। এদিন অভিযানে নেমে বিরিয়ানির দোকানগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবারের গুণগত মানের বিষয়ে যাচাই করেন মহকুমা শাসক। একাধিক বিরিয়ানির দোকান গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার তৈরির বিষয়ে হুঁশিয়ারি দেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার।

Zomato Order: মাদার্স ডে-তে জোমাটোর নয়া রেকর্ড! প্রতি মিনিটে অর্ডার 150 কেক
মহকুমা শাসক বলেন, “পচা বিরিয়ানি ডেলিভারি দেওয়ার একটা অভিযোগ আমরা পেয়েছি। সেই সূত্রেই আজ এই জায়গায় আমরা অভিযান চালালাম। সব দোকানের মালিককে আমরা ফুড সেফটির বিষয়ে জানিয়েছি। আর বলে দেওয়া হয়েছে যদি এরপর আর কোনও অভিযোগ আসে তাহলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।” যদিও খাবারের দোকানের মালিকদের দাবি, তাঁদের দোকানে কোনও বাসি বা পচা খাবার বিক্রয় করা হয় না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *