Sukanta Majumdar Kurmi Protest : কুড়মি-মন্তব্যে দিলীপের হয়ে ক্ষমা চাইলেন সুকান্ত – bjp state president sukanta majumdar apologizes for bjp leader dilip ghosh controversial comment on kurmi


এই সময়, মালদা: ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষ তাঁর মন্তব্য প্রত্যাহার না করলে রাজ্যজুড়ে বড়সড় আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দেওয়া হলো কুড়মিদের বিক্ষোভ সমাবেশ থেকে। মঙ্গলবার মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মনোহরপুর মোড়ে কুর্মিদের বিক্ষোভ কর্মসূচি থেকে এই দাবি তোলার পাশাপাশি দিলীপের কুশপুত্তলিকাও পোড়ানো হয়। দিলীপ নমনীয় না হলেও দলের তরফে কুড়মি সমাজের কাছে এদিন ক্ষমা চেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Dilip Ghosh Kurmi Protest : দিলীপের ‘বিতর্কিত’ মন্তব্য, জঙ্গলমহলে নিষিদ্ধ করার হুমকি কুড়মিদের! পালটা সুর চড়ালেন BJP সাংসদ
তিনি বলেন, ‘আমার মনে হয় কোনও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। দিলীপদার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। আমি বিজেপি রাজ্য সভাপতি হিসেবে কুড়মিদের প্রতি সহানুভূতিশীল। কুড়মি সমাজের অবদান রয়েছে দেশের প্রতি। যদি কারও কোনও মন্তব্যে কুড়মি সমাজের খারাপ লেগে থাকে, আমি দলের তরফ থেকে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

Kurmi Protest : ‘পড়াশোনা নেই! অপরিণত মানুষের মতো কথাবার্তা’, দিলীপের মন্তব্যের কড়া সমালোচনা কুড়মি নেতার
মালদহে এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সামিল ছিলেন আদিবাসী কুড়মি সমাজের মালদা জেলার সাধারণ সম্পাদক স্বপন মাহাতো, হবিবপুর ব্লক সম্পাদক সিদাম মাহাতোরা। ক্ষোভ উগরে দিয়ে স্বপন বলেন, ‘দিলীপ ঘোষ বলেছেন আমাদের মেয়েদের পরনের কাপড় খুলে নেবেন। বলেছেন, উনি আমাদের আমাদের চাল-গম দেন।

Dilip Ghosh : ‘আমি অন্যায় করিনি…’, কুড়মি নিয়ে নিজের অবস্থানে অনড় দিলীপ
দিলীপবাবুর জেনে রাখা ভালো, কুড়মিরা চাষ না করলে ওঁর পাতে নিয়মিত ভাত-রুটি পড়ত না।’ তাঁর বিরুদ্ধে কুড়মি সমাজের ক্ষোভের কথা জেনেও এদিনই প্রাতভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন, ‘কুড়মি আন্দোলনকে বিপথগামী করার চেষ্টা চলছে। বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *