Abhishek Banerjee : প্রবল ঝড়ের তাণ্ডবে বাঁকুড়ায় অনিশ্চিত অভিষেকের কর্মসূচি, আশাহত কর্মীরা – abhishek banerjee programme is uncertain in bankura due to weather conditions and kalbaisakhi


বাঁকুড়ার বড়জোড়া মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পা রাখার আগে কালবৈশাখী তাণ্ডব। দুর্যোগের ফলে লণ্ডভণ্ড অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা স্থলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা শুনে হাজির হয়েছিল প্রচুর তৃণমূল কর্মী-সমর্থকরা। ঝড়-বৃষ্টির কারণে ছড়িয়ে ছিটিয়ে যান প্রত্যেকেই। দুর্গাপুর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পৌঁছতে দেরি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়ার একাধিক কর্মসূচি বাতিল করা হতে পারে। বিকেল পাঁচটা নাগাদ এদিন বাঁকুড়ায় ঢোকেন অভিষেক।

Abhishek Banerjee : বাঁকুড়ার গেরুয়া গড়ে ফুটবে ঘাসফুল? নবজোয়ারে অভিষেকের বার্তার দিকে তাকিয়ে কর্মীরা
বৃহস্পতিবার দুর্গাপুর হয়ে বাঁকুড়া জেলায় প্রবেশ করার কথা ছিল তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেলা আড়াইটা নাগাদ বড়জোড়াতে পৌঁছনোর কথা ছিল তাঁর। এরপর দুর্লভপুরের মোড়ে রোড শো করার কথা ছিল অভিষেকের। সেখান থেকে তাঁর যাওয়ার কথা ছিল শালতোড়ায় বিধান চন্দ্র রায় মেমোরিয়াল হলে।

Abhishek Banerjee : অভিষেকের কাছে সহায়তা চাওয়ার এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড
এরপর দুবরাজপুর বাস স্ট্যান্ড মোড়ে জনসংযোগ কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বলরামপুর ফুটবল মাঠে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং রাত্রিবাস করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রাকৃতিক দুর্যোগের কারণেই বৃহস্পতিবারের একাধিক কর্মসূচি বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে।

BJP MLA : ‘উনি কে হরিদাস পাল… ৫০০ পুলিশ লাগবে’, তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ BJP বিধায়কের
বাঁকুড়ার জেলা নেতৃত্ব জানিয়েছে, বাঁকুড়ার মাটিতে যে সময় ওঁর পৌঁছনোর কথা, সেটা অনেক দেরি হয়ে গিয়েছে। দুর্গাপুর থেকেই ঝড় বৃষ্টির কারণে ওঁর কনভয় আসতে দেরি হয়েছে। যে কারণেই এখনও বলা যাচ্ছে না ওঁর যে কর্মসূচি গুলি ছিল সেগুলি আর আজকে করা যাবে কিনা। আগামী দুদিন ওঁর একাধিক কর্মুসুচি রয়েছে। সেগুলো এখনও পর্যন্ত নির্দিষ্ট সময়ে হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, ভর দুপুরে হঠাৎ সন্ধ্যা নেমে আসে দুর্গাপুর শিল্পাঞ্চলে। দুপুর তিনটে থেকে আচমকাই শুরু হয় প্রবল বেগে ঝড় ও বৃষ্টি। ঘন মেঘে অন্ধকার নেমে আসে শিল্পনগরীতে। কালবৈশাখীর তাণ্ডব শুরু হয় দুপুর থেকেই। দুর্গাপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণেই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের পৌঁছতে দেরি হয় বাঁকুড়া জেলায়।

Bankura News : তাপমাত্রা ৪০ ডিগ্রি পার, অবলা পশু-পাখিদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ বাঁকুড়ায়
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকেই এই জনসংযোগ কর্মসূচি শুরু হয়। কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের একাধিক জেলাটি কর্মসূচি সেরে বৃহস্পতিবার থেকে বাঁকুড়া জেলায় কর্মসূচি শুরু করার কথা ছিল তাঁর। তার মাঝেই প্রাকৃতিক দুর্যোগের কারণে বিঘ্ন ঘটল প্রথম দিনের কর্মসূচিতেই। তবে আগামী দিনের কর্মসূচি নিয়ম অনুযায়ী হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *