Bank OTP fraud : OTP শেয়ার না করেও অ্যাকাউন্ট থেকে হাপিস টাকা! ভয়ঙ্কর অভিজ্ঞতা বারাসতের যুবকের – barasat man facing bank fraud without sharing otp lodged police complaint


এখনও ব্যাঙ্ক প্রতারণা প্রায় জলভাত হয়ে গিয়েছে। সর্বত্র প্রতারকদের ফাঁদ। ছোট্ট ভুলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব কষ্টের উপার্জন। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বিভিন্ন ব্যাঙ্ক ও সরকারের তরফে বারবার প্রচার করা হয়, কখনও মোবাইলে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি দ্বিতীয় কোনও ব্যক্তির সঙ্গে শেয়ার না করতে। ওটিপিকে হাতিয়ার করেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করতে সিদ্ধহস্ত প্রতারকরা।কিন্তু, ওটিপি শেয়ার না করেও ব্যাঙ্ক প্রতারণার শিকার হলেন বারাসতের সেবায়ন প্রতিষ্ঠানের সৌমেন হালদার। বৃহস্পতিবার বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সৌমেনবাবুর দাবি, ১২ মে রাত সাড়ে ন’টা নাগাদ সৌমেনবাবুর সেবায়ন প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাকাউন্ট থেকে ১৩ হাজার ৯০০ টাকা মুম্বইয়ের একটি অ্যাকাউন্টে চলে গিয়েছে। সেখানে চেক বা অনলাইন পেমেন্ট, কোনও কিছুরই উল্লেখ নেই।

Aadhaar Bank Account Link : আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই মজুরি জমায় তৎপর কেন্দ্র
সাধারণভাবে ব্যাঙ্ক অ্যাকউন্টের ব্যালেন্স চেক করতে গিয়ে প্রথম গরমিল ধরা পড়ে। সৌমেনবাবু দেখতে পান, কোনও কারণ ছাড়াই তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা মুম্বইয়ের ওই অ্যাকাউন্টে চলে গিয়েছে। গরমিল চোখে পড়তেই তিনি ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার দ্বারস্থ হন। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষ লেনদেনের বিষয়ে তাঁকে কোনও সদুত্তর দিতে পারেনি।

ব্যাঙ্কের তরফে সৌমেনবাবুকে জানিয়ে দেওয়া হয়, থানায় অভিযোগ দায়েরর পর পোর্টালে উল্লেখ করে টাকা ফেরতের ব্যবস্থা করতে পারা সম্ভব হবে। তবে কবে টাকা ফেরত আসবে, সেই নিয়ে স্পষ্ট কোনও জবাব দিতে পারেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই ঘটনার পর রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন ওই ব্যক্তি। তাঁর দাবি, সংস্থার কারেন্ট অ্যাকাউন্টে প্রতিনিয়ত টাকা ঢোকে। পরবর্তীকালে যদি ফের একই ধরনের ঘটনা ঘটে তাহলে তিনি কী করবে।

Kanyashree Prakalpa : কন্যাশ্রীর টাকা ঢুকল মাছ ব্যবসায়ীর অ্যাকাউন্টে! ফেরত দিতে অস্বীকার, তারপর…
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বারাসতের বাসিন্দা সৌমেন বলেন, ‘থানায় আসার একটাই উদ্দেশ্য। আমি ব্যাঙ্কিং প্রতারণার স্বীকার। আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। বিভিন্ন সময় আমার কারেন্ট অ্যাকাউন্টে উপভোক্তারা টাকা পাঠায়। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি যে টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। আমি কাউকে টাকা পাঠাইনি। ব্যাঙ্ক আমাকে থানাতে অভিযোগ জানাতে বলল। ব্যাঙ্কও বলতে পারছে না কোনও রুট দিয়ে টাকা ওই অ্যাকাউন্ট গিয়েছে। আমার কাছে কোনও এসএমএসও আসেনি।’

SBI Account: “লক হয়ে যাচ্ছে আপনার এসবিআই অ্যাকাউন্ট!” ফোনের মেসেজের Fact Check জানুন
তিনি আরও বলেন, ‘ব্যাঙ্ক জানতে চেয়েছে আমি এটিএম কার্ড দিয়ে কোথাও টাকার লেনদেন করেছি কিনা। আমার মনে আছে আমি সম্প্রতি আধার ও প্যান কার্ড লিঙ্ক করার জন্য আয়কর বিভাগের ওয়েবসাইটে ঢুকে টাকা দিয়েছিলাম। এখন জানি না ওখান থেকে তথ্য ফাঁস হয়েছে কিনা। এখন জানি না কী করব। ভীষণ ভয়তে রয়েছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *