Calcutta High Court Abhishek Banerjee : অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ED-CBI! আবেদন খারিজ করে ২৫ লাখ জরিমানার নির্দেশ বিচারপতি সিনহার – calcutta high court dismissed abhishek banerjee plea ed cbi can question trinamool congress


নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবারের নির্দেশে রায় পুনর্বিবেচনার জন্য অভিষেকের আর্জি খারিজ করেন বিচারপতি অমৃত সিনহা। এই রায়ের ফলে ইডি-সিবিআইয়ের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে আর কোনও বাধা রইল না। এর পাশাপাশি কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লাখ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। জরিমানার টাকা অবিলম্বে হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কী কারণে জরিমানা করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Abhishek Banerjee Kuntal Ghosh : কুন্তলের চিঠি মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত

ইডির হাতে ধৃত কুন্তল ঘোষ দাবি করেছিলেন, তাঁকে দিয়ে অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে। তৎকালীন এই মামলার দায়িত্বে থাকা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চিঠি লিখে একই অভিযোগ করেন কুন্তল। হেস্টিংস থানাতেও গিয়েছিল কুন্তলের চিঠি। সেই মামলাতে ইডি-সিবিআইকে অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরবর্তীকালে মামলা এজলাস বদলে বিচারপতি অমৃতা সিনহার কাছে যায়। এদিনের রায়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রইল।

Abhishek Banerjee : রক্ষাকবচ নেই, অভিষেককে তাও কেন জিজ্ঞাসাবাদ নয়, প্রশ্ন কোর্টের

এজলাস বদলে বিচারপতি সিনহার কাছে এই মামলা আসার পর রক্ষাকবচের আবেদন করে তৃণমূল সাংসদ। তদন্তকারী সংস্থা যাতে কোনও কঠোর পদক্ষেপ না করতে পারে, সেই মর্মেও আদালতে আবেদন করেন অভিষেকের আইনজীবী। কিন্তু, গত শুক্রবার তাঁকে রক্ষাকবচ দেয়নি আদালত। উলটে আদালত প্রশ্ন করে, কেন এত আশঙ্কা করছেন তৃণমূল নেতা। রক্ষাকবচের আবেদন নাকচ করে বিচারপতি সিনহা বলেন, ‘২৪ ঘণ্টা, ৭ দিন আদালতের দরজা খোলা। প্রয়োজন হলে আদালতে আসবেন, কিন্তু কোনও রক্ষাকবচ দেওয়া হবে না।’

উল্লেখ্য কুন্তলের চিঠির প্রেক্ষিতে অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি ছিল, শহিদ মিনারের সভায় অভিষেকের বক্তৃতার সঙ্গে কুন্তলের চিঠির বয়ানের মিল রয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরই অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অভিষেকের বাড়িতে নোটিশ পাঠায় তদন্তকারী সংস্থা।

Abhishek Banerjee : জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নির্দেশ হাইকোর্টের, মামলা থেকে মুক্তি চেয়ে আবেদন অভিষেকের
সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে দেশের শীর্ষ আদালত। পাশাপাশি সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। সুপ্রিম নির্দেশে এই মামলা থেকে সরে যেতে হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। শীর্ষ আদালতের নির্দেশের পরও জিজ্ঞাসাবাদের নোটিশ প্রত্যাহার করেন তদন্তকারী সংস্থা। এখন অভিষেককে জিজ্ঞাসাবাদের ED-CBI-র আর কোনও বাধা রইল না। এই রায়কে চ্যালেঞ্জ করে অভিষেক ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিনা সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *