স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ফলতা থানার কাঁটাখালি এলাকায় মাটির গাড়ি যাওয়াকে কেন্দ্র করে অঞ্চল যুব তৃণমূল সভাপতি সাইফুল্লাহর সঙ্গে বচসা শুরু হয় এলাকার বেশ কিছু যুবকের। এর পরেই টিটা ইনজা সহ এলাকার বেশ কিছু যুবক আগ্নেয়াস্ত্র, রড নিয়ে চড়াও হয়, অঞ্চল সভাপতির দলবলের উপর।
ঘটনায় অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ তাঁর অনুগামীদের বেধড়ক মারধর করা হয়। এমনকি গুলিও চলে, বোমা ফাটানো হয় বলে অভিযোগ। ঘটনায় আহতদের প্রথমে ফলতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বর্তমানে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খয়রুল বাওয়ালি নামের এক যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, মাটির গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার ফলেই রাস্তার ক্ষতি হচ্ছে তা নিয়েই প্রতিবাদ করেছিলেন অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বেশ কিছু যুবক। এর ফলেই তাদের ওপর চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় ফলতা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও কি ফলতায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো? তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই প্রশন উড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে।
স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, “যারা মারধর করেছে, তাঁরা আমাদের দলের কেউ নয়। এটা যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, সেই নিয়ে মিথ্যে কথা রটানো হচ্ছে। আসল কথা হল আমাদের দলের কর্মীরাই ওই মাটি কাটার গাড়ি যাওয়া নিয়ে আপত্তি তুলেছিলেন। এর ফলে রাস্তার অবস্থা খুব খারাপ। দুর্ঘটনা ঘটছে। কেন ওরা গিয়ে গাড়ি চলাচলে আপত্তি তুলেছে, সেই ক্ষোভেই আমাদের দলের কর্মীদের মারধর করা হয়েছে, গুলিও চালিয়েছে। আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি।”
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয় অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে বোমাগুলি চলার কথা অস্বীকার করা হয়েছে।