Egra Blast : এগরায় রাজ্য মানবাধিকার কমিশনের দল, ঘুরে দেখলেন খাদিকুলের বিস্ফোরণস্থল – state human rights commission visits egra and says the will submit a report on egra blast


মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল। বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে ৯ জনের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। বৃহস্পতি বিস্ফোরণস্থল ঘুরে দেখেন রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। রাজ্য মানবাধিকার কমিশনের এডিশনাল এসপি শান্তি দাসের নেতৃত্বে প্রতিনিধিরা এলাকা ঘুরে দেখেন। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও মৃতদের পরিবারেরও সঙ্গেও তাঁরা কথা বলেন।ঘটনাস্থল ঘুরে দেখার পর সাংবাাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য মানবাধিকার কমিশনের এডিশনাল এসপি শান্তি দাস বলেন, ‘এই বাজি কারখানার কোনও লাইসেন্স রয়েছে কিনা তা আমার দেখব। প্রাথমিক তদন্তের জন্য যে যে তথ্য প্রয়োজন তা সংগ্রহ করার চেষ্টা করব। আমরা আমাদের কমিশনের কাছে রিপোর্ট জমা দেব। লাইসেন্সের বিভিন্ন দিক দেখা হবে।’

Egra Blast : বিস্ফোরণের পর আহত অবস্থাতেই ওডিশা পাড়ি, অবশেষে পাকড়াও এগরার বাজি কারখানার ‘মালিক’ ভানু
তিনি আরও বলেন, ‘এখন প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। আগামী দু-তিনদিনের মধ্যে তদন্ত রিপোর্ট মানবাধিকার কমিশনে পেশ করা হবে। তারপর যেরকমভাবে তদন্ত এগোবে সেইভাবে রিপোর্ট পেশ করা হবে। আমরা সব দিক খতিয়ে দেখার জন্য এখানে এসেছি।’

এদিকে বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগকে বৃহস্পতিবার ওডিশা থেকে গ্রেফতার করেছে সিআইডি। খাদিকুলের কারখানায় বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ছিল ভানু। বিস্ফোরণে সে মারাত্মক জখম হয়। জখম অবস্থাতেই বাইকে চেপে ওড়িশার দিকে রওনা হয় ভানু। তাঁর ছেলে ও ভাইপোকেও গ্রেফতার করেছে সিআইডি।

Mamata Banerjee Egra Blast : এগরা বিস্ফোরণে মৃত বেড়ে ৯! CID-কে তদন্তভার মমতার, ওসির বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত
সিআইডি সূত্রে খবর, এই মুহূর্তে কটক হাসপাতালে জখম ভানুর চিকিৎসা চলছে। আপাতত তাঁকে সেখানেই রাখা হবে। অবস্থার উন্নতি হলে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ভবানী ভবনে নিয়ে আসা হতে পারে। মঙ্গলবারের বিস্ফোরণের তীব্রতা এটাই ছিল যে বেআইনি বাজি কারখানায় কর্মরত শ্রমিকদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বাইরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের অনেকের দাবি, বেআইনি বাজি কারখানায় বোমা তৈরি হত।

অন্যদিকে বাজি কারখানায় বিস্ফোরণের পর শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাস ছড়াতে সেখানে বোমা তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ করে বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। এদিন ঘটনাস্থলে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি।

Egra Blast News : এগরায় আক্রান্ত পুলিশ, এবার ক্ষোভের বিস্ফোরণ
অন্যদিকে ঘটনার দিনই এনআইএ তদন্তে তাঁর কোনও আপত্তি নেই বলে জানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মৃতদের পরিবারকে আড়াই লাখ ও আহতদের ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ঘটনার এনআইএ তদন্ত হলে আমাদের কোনও আপত্তি নেই। তবে প্রকৃত অপরাধীর শাস্তি হওয়া উচিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *