Egra Bomb Blast : আরও কড়া নবান্ন, এবার বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে ছ’দফা নির্দেশ পুলিশকে – nabanna circular and order notice to police department due to egra bomb blast


West Bengal News : এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে এখন তোলপাড় রাজ্য–রাজনীতি। এই বিস্ফোরণে বহু মানুষের প্রাণ গিয়েছে। রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হয়েছে। তবে আজ, বৃহস্পতিবার কটক থেকে বিস্ফোরণের মূল চাঁই কৃষ্ণপদ বাগ ওরফে ভানুকে গ্রেফতার করেছে সিআইডি এবং পুলিশ। তার পরও এই পুলিশের বিরুদ্ধেই উঠেছে বিস্তর অভিযোগ।

সেসব সামাল দিতে এবার কোমর বেঁধে ময়দানে নামল নবান্ন। নবান্নের তরফে ছয় দফা নির্দেশ দেওয়া হল পুলিশ সুপার এবং কমিশনারদের। নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। কি সেই ছ’দফা নির্দেশ?

Hooghly News : এগরা কাণ্ডের পর হুগলির বেআইনি বাজি কারখানায় অভিযান, গ্রেফতার ১১
১) বেআইনি বাজি তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

২) নিয়মের বাইরে গিয়ে গজিয়ে ওঠা সমস্ত বাজি কারখানাগুলিতে তল্লাশি ও নিয়ম মেনেই বেআইনি বিস্ফোরকগুলি বাজেয়াপ্ত করতে হবে।

৩) বাজেয়াপ্ত হওয়া বাজি গুলো আদালতের নিয়ম মেনে ও নির্দেশ মেনে নষ্ট করতে হবে। দরকার পড়লে অল্প অল্প করে নষ্ট করতে হবে।

৪) বেআইনি বাজি কারখানার মালিকরা বা এর সঙ্গে জড়িত লোকরা যাতে আবার একই কাজ ফের শুরু না করতে পারে, সেই বিষয়ে স্থানীয় থানাকে কড়া নজর রাখতে হবে।

৫) বাজি কারখানাগুলিতে স্থানীয় লোকরাও কাজ করেন। তাঁদের কর্মসংস্থানে যাতে ক্ষতি না হয়, সেই জন্য তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে স্থানীয় প্রশাসনকে।

৬) সাধারণ মানুষকে এই ব্যবসার ক্ষতিকর দিকটি তুলে ধরে সঠিকভাবে সচেতন করার ব্যবস্থা করতে হবে।

Egra Blast : বিস্ফোরণের পর আহত অবস্থাতেই ওডিশা পাড়ি, অবশেষে পাকড়াও এগরার বাজি কারখানার ‘মালিক’ ভানু
এবার এই নির্দেশ পাওয়ার পরেই নড়েচড়ে বসতে শুরু করেছে প্রশাসন। যদিও বিস্ফোরণের দিন থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি বাজি কারখানাগুলিতে অভিযান চালাতে শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বহু লোককে

সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বহু বেআইনি বাজি। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে নিহত হন ৯ জন। বিস্ফোরণের পরেই এলাকা ছেড়ে পালান বেআইনি কারখানাটির মালিক ভানু বাগ। আজ বৃহস্পতিবার ওডিশা থেকে ভানু এবং তাঁর পুত্র বিশ্বজিৎকে গ্রেফতার করে CID।

Egra Blast : এগরায় রাজ্য মানবাধিকার কমিশনের দল, ঘুরে দেখলেন খাদিকুলের বিস্ফোরণস্থল
বেআইনি বাজি কারখানার ওই মালিকের শরীরের বেশ অনেকটা অংশ পুড়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। সেই কাণ্ড থেকে শিক্ষা নিয়েই এই সংক্রান্ত ছটি নির্দেশ দিল নবান্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *