১২ মে মুক্তি পয়েছে অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত ছবি ফাটাফাটি (Fatafati)। ফাটাফাটির স্পেশাল স্কিনিংয়ে হাজির হয়েছেন বহু টলি তারকা। সেখানেই দেখা গিয়েছিল মিমিকেও (Mimi Chakraborty)। ফাটাফাটি কেমন লেগেছে মিমির কী বললেন তিনি, চলুন শুনেনি তাঁর মুখ থেকেই। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়, ছবি নিয়ে কী বললেন আবির?