Hooghly News : এগরা কাণ্ডের পর হুগলির বেআইনি বাজি কারখানায় অভিযান, গ্রেফতার ১১ – hooghly gramin police arrested seven people after raid in illegal firecracker factory


West Bengal News : পূর্ব মেদিনীপুর জেলার এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের পর নড়েচড়ে বসেছে গোটা রাজ্যের পুলিশ। কোমর বেঁধে বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে হুগলি জেলার পুলিশও। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, হুগলির চন্ডীতলা, সিঙ্গুর, ধনিয়াখালী, খানাকুল, হরিপাল সহ একাধিক জায়গায় বেআইনি বাজি তৈরি হয়। পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণে নয় জনের মৃত্যু হয়।

যা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। ঘটনা তদন্ত চালাচ্ছে CID। এই ঘটনার পর বেআইনি বাজি তৈরি হয় যেসব জায়গায় সেখানে তল্লাশি শুরু করে হুগলি গ্রামীন পুলিশ। গতকাল রাতে বেগমপুরের খরসরাই এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল বাজি আটক করে পুলিশ।

Egra Blast : এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ, ঘটনাস্থলে পুলিশ-দমকল
উদ্ধার হয় ৭৮৩ কেজি বাজি, ৮০ কেজি বাজি তৈরির মশলা। যার মধ্যে চন্ডীতলার বেগমপুর থেকে উদ্ধার হয় ৬০০ কেজি বাজি। এখান থেকে পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতরা হল খোকন নাথ, পার্থ দাস, দীপক নাথ, বিনয় নাথ ও প্রবীর কুমার নাথ।

হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপ এই বিষয়ে বলেন, “নটি থানা এলাকায় তল্লাশি চালিয়ে ৭৮৩ কেজি বাজি আটক করা হয়। মোট এগারো জন যারা বাজি তৈরির সঙ্গে যুক্ত তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ আদালতে পেশ করা হয়।”

এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, “এখানে যে বাজি তৈরি করা হয় সেটা জানতাম। কিন্তু বেআইনি ছিল যে সেটা জানা ছিল না। আজ খবর পেলাম পুলিশ এখানে অভিযান চালিয়ে অনেককেই ধরে নিয়ে গিয়েছে। সঙ্গে নিয়ে গিয়েছে বিপুল পরিমাণ বাজি।”

Egra Blast : বিস্ফোরণের পর আহত অবস্থাতেই ওডিশা পাড়ি, অবশেষে পাকড়াও এগরার বাজি কারখানার ‘মালিক’ ভানু
শুধু এগরাই নয়, তার কিছুদিন আগে মহেশতলায় একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে তিন জন মারা যান। তাঁদের মধ্যে ছিলেন ওই কারখানার মালিকের স্ত্রী এবং পুত্র। মারা গিয়েছিল মালিকের প্রতিবেশী, সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া এক কিশোরীও।

গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর ৯ জনের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে বাজি কারখানায় বিস্ফোরণ বলে দাবি করে পুলিশ। তবে বিরোধীদের দাবি, আসলে বাজি কারখানার নামে চলছিল বোমা বানানোর কাজ।

Egra Bomb Blast : বাজি মজুত কোথায়? জায়গায় জায়গায় তল্লাশিতে নামল পুলিশ
আর এই বিস্ফোরণের পরেই রাজ্য জুড়ে ধরপাকড়ে নেমেছে পুলিশ। এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে এখন তোলপাড় রাজ্য–রাজনীতি। এই বিস্ফোরণে বহু মানুষের প্রাণ গিয়েছে। রাজ্য সরকারকে ক্ষতিপূরণও দিতে হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *