Kalbaisakhi wind : কালবৈশাখীর তাণ্ডব, অটোর উপর গাছ ভেঙে বন্ধ যান চলাচল! নাকাল বাড়িমুখী অফিসযাত্রীরা – tree broke down on auto in madhyamgram area for kalbaisakhi


Produced by Arijit Dey | Lipi | Updated: 18 May 2023, 6:15 pm

কালবৈশাখীর দাপটে ভেঙে পড়ল গাছ। অটোর উপর গাছ ভেঙে পড়ার কারণে বাদু রোডে বন্ধ যান চলাচল।

 

হাওয়া অফিসের পূর্বাভাস মতো গোটা রাজ্যের বিভিন্ন অংশে কালবৈশাখী। উত্তর ২৪ পরগণা জেলাজুড়েও কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে। কালো মেঘে ঢেকেছে আকাশ সঙ্গে মুষলধারে বৃষ্টি। কালবৈশাখীর দাপটে খড়িবাড়ি বাদু রোডের দাঁড়িয়ে থাকা অটোর উপর ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ। এই ঘটনায় অটোটি পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে।গাছ ভেঙে পড়ার ঘটনায় মধ্যমগ্রাম-খড়িবাড়ি রোডের যান চলাচল পুরোপুরি বন্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মধ্যমগ্রাম থানার পুলিশষ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। রাস্তা থেকে যত দ্রুত ভেঙে পড়া গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা যায়, সেই চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।

Howrah Train Services: প্রবল ঝড়ে ওভারহেড তারে ভেঙে পড়ল গাছ, হাওড়া শাখাতেও ব্যাহত ট্রেন চলাচল
বিস্তারিত আসছে….

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *