এই ঘটনা নিয়ে এখন বালুরঘাটের সর্বত্র আলোচনা। ভিড়ে ঠাসা এলাকায় চোখের সামনে হঠাৎ এমন ঘটনা দেখে আকাশ থেকে পড়েন স্থানীয়রা। প্রেমিকার কান্না দেখে স্থানীয়রা ভাবেন ওই যুবক হয়তো জোর করে তাঁকে বিয়ে করছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে এসে ওই প্রেমিক যুগলকে থানায় নিয়ে আসে। দু’জনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঠিক কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
পুলিশও ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রেমিকের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে নয়াবাজার এলাকায়। তারই সংলগ্ন বজরাপুকুর এলাকায় বাড়ি প্রেমিকার। পাশাপাশি বাড়ি হলেও প্রায় চার বছর আগে ফেসবুকে তাদের পরিচয় হয়। তারপর থেকে বাড়ে যোগাযোগ। বাড়ে ঘনিষ্ঠতাও।
জানা গিয়েছ, সম্প্রতি নার্সিংয়ের প্রশিক্ষণ শেষ করেছে ওই যুবতী। প্রেমিকের দাবি, প্রিয়তমার হাত খরচ থেকে পড়াশোনার জন্য তিনি অনেক টাকা দিয়েছেন। দুই পরিবারের তরফ থেকে বিয়ের কথাবার্তাও হয়। কিন্তু প্রত্যেকবারই ওই তরুণী বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন।
প্রেমিক কর্মসূত্রে শিলিগুড়ি থাকেন। সেখানে টিভি মেকানিকের কাজ করে। সেই সূত্রে গত বেশ কিছুদিন ধরে সেখানেই প্রেমিকাও থাকতো। প্রেমিক যুগল মিলে স্থির করেন তারা বিয়ে করবেন। পরিবারকেও গোটা ঘটনার কথা জানানো হয়। সেই মত গত ১০ মে তাদের বিয়ে করার কথা ছিল। কিন্তু বিয়ের আগেই প্রেমিকা পগারপার। ৬ মে শিলিগুড়ি থেকে বালুঘাটে পালিয়ে আসেন প্রেমিকা।
প্রেমিকার দাবি, আয় কম থাকার কারণে তিনি তাঁর প্রেমিককে বিয়ে করতে রাজি হননি। কাজকর্মের চেয়ে প্রেমিকের মন প্রেমের সম্পর্কের দিকেই বেশি থাকায়, বিয়ে ঠিক কবে হবে তা নিয়ে দোলাচলে ছিল প্রেমিকা ও তাঁর পরিবার। প্রেমিককে কাজে মন দিতে বলায় প্রেমিকাকে মারধরও করা হয় বলে অভিযোগ। সেই কারণে সে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল বলে কাঁদতে কাঁদতে দাবি করেন ওই যুবতী। প্রেমিকের অত্যাচারের হাত থেকে রেহাই মিলছিল না। তাই সে পালিয়ে এসেছিল বালুরঘাটে। কোনওভাবেই ওই যুবককে তিনি বিয়ে করতে চাননা বলেও জাানিয়েছেন ওই যুবতী।
বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানিয়েছেন, যুবক যুবতী কে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। যুবতীর যাবতীয় অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।