Malda News : পানীয় জলে পাওয়া গেল কেঁচো! রাস্তায় টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ মালদায় – earthworm found in drinking water supply by phe in malda harishchandrapur


West Bengal News : এবার PHE-র দেওয়া পানীয় জলেই মিলল কেঁচো। আর তা দেখে চক্ষুচড়ক গাছ এলাকাবাসীদের। আতঙ্কে PHE-র জল পান করা বন্ধ করে দিলেন সাধারণ মানুষ। অন্যদিকে টিউবয়েল বা নলকূপেও নেমে গিয়েছে জলস্তর। PHE কর্তৃপক্ষের ভূমিকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ। এদিকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস BDO-র। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অর্জুনা গ্রামের ঘটনা। গ্রামবাসীরা জলের কল খুলে হঠাৎ দেখতে পায় জলের মধ্যে কেঁচো। ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়।

Abhishek Banerjee : খোদ অভিষেকের গড়েই পানীয় জলের দাবিতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ
বৃহস্পতিবার দুপুরে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার সাধারণ মানুষ। PHE-র জলে কিভাবে কেঁচো এল তা নিয়ে উঠেছে প্রশ্ন। এলাকাবাসীর অভিযোগ সঠিক ভাবে পরিষ্কার হয় না রিজার্ভার। দীর্ঘদিন ধরে জল দেওয়ার ক্ষেত্রে বেনিয়ম করছে PHE কর্তৃপক্ষ।

PHE-র জল ব্যবহার করা হচ্ছে চাষের ক্ষেত্রে। মাখনা এবং ধানের জমিতে দেওয়া হচ্ছে জল। কিন্তু তারপরেও চুপ ছিল এলাকাবাসী। এবার জলে কেঁচো পাওয়া যেতেই রীতিমত বিক্ষোভে ফেটে পড়েন তারা। যার জেরে ছড়ায় ব্যাপক চাঞ্চল্য।

কর্তৃপক্ষের উদাসীনতা নিয়েও প্রশ্ন চিহ্ন উঠেছে। এলাকাবাসীর আশঙ্কা, এই জল যদি এলাকার সকলে পান করত তবে ভয়াবহ বিপদ ঘটে যেতে পারত। এই ধরনের ঘটনায় বিক্ষোভ হওয়া স্বাভাবিক মেনে নিয়েছে শাসকদলের নেতারা।

Malda News : ‘রাস্তা নেই তাই ভোটও নেই’, বিক্ষোভ-হুঁশিয়ারি চাঁচলের গ্রামবাসীদের
সংশ্লিষ্ট দফতরের বিরুদ্ধে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবে শাসকদল। জলের অপর নাম জীবন। এদের উদাসীনতা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে, একথা বলে খোঁচা দিয়েছে BJP। বিক্ষোভকারী মোমেদা খাতুন বলেন, “জলের মধ্যে কেঁচো পাওয়া গেছে। সেই জল যদি আমরা পান করতাম তাহলে প্রত্যেকে অসুস্থ হয়ে যেত।”

বিক্ষোভকারী বেগম বিবি বলেন, “কয়েকদিন ধরেই শুনছিলাম অপরিষ্কার জল বেরোচ্ছে। আজ নিজে চোখে দেখলাম। PHE বহুদিন ধরে ঠিকভাবে জল দেয় না। আমরা আতঙ্কে জল খাওয়া বন্ধ করে দিয়েছি।” হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক BDO বিজয় গিরি জানান, “ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

এই বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন, “এটা স্বাভাবিক মানুষ বিক্ষোভ দেখাবে। কর্তৃপক্ষ একদমই উদাসীন। দীর্ঘদিন ধরে বহু বেনিয়মের অভিযোগ রয়েছে। আমি প্রশাসনকে ঘটনাটা জানাব।”

Drinking Water Problem : পাইপলাইন থাকলেও আসছে না জল, রাস্তায় কলসি বালতি রেখে অবরোধ মহিলাদের
BJP-র জেলা কমিটির সদস্য কিষান কেডিয়া বলেন, “এই রাজ্যে বাস করি এটা এখন বলতে লজ্জা লাগে। এরা মানুষকে পরিশ্রুত পানীয় জল দিতে ব্যর্থ। প্রধানমন্ত্রীর জল জীবন জল মিশন প্রকল্পের কাজে এখানে তৃণমূলের জন্য ঠিকভাবে হয় না। জলের অপর নাম জীবন। এই ঘটনা খুব লজ্জাজনক।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *