Manchester City crushes Real Madrid by 4-0


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত মরসুমে রিয়াল মাদ্রিদের (Real Madrid) বিরুদ্ধে হেরে চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। এবার সেই শক্তিশালী রিয়ালকে নিয়ে সেমি ফাইনালে ছেলেখেলা করে চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League 2022-23) ফাইনালে চলে গেল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। প্রথম লেগের ম্যাচে কিছুটা সামলানো গেলেও দ্বিতীয় লেগের সেমি ফাইনালে ম্যাচে কার্লোস অ্যান্সেলোত্তির (Carlo Ancelotti) দল পেপ গুয়ার্দিওয়ালার (Pep Guardiola) ছেলেদের আটকে রাখতে পারল না। জোড়া গোল করলেন পর্তুগালের (Portugal) বের্নার্দো সিলভা (Bernardo Silva)। একটি করে গোল করেন ম্যানুয়েল আঙ্কুঞ্জি (Manuel Akanji) ও জুলিয়ান আলভারেজ (Julian Alvarez)। 

সেমি ফাইনালের প্রথম পর্বে ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius Junior) গোলে পিছিয়ে গেলেও সিটিকে সেবার সমতায় ফিরিয়েছিলেন কেভিন দ্য ব্রুইন (Kevin De Bruyne)। খেলার ফলাফল ছিল ১-১। কিন্তু দ্বিতীয় পর্বের ম্যাচে দেখা গেল একেবারে অন্য ছবি। ফলে দ্বিতীয় লেগের সেমি ফাইনালে বিপক্ষকে ৪-০ ব্যবধানে উড়িয়ে মেগা ফাইনালে চলে গেল ইংল্যান্ডের এই ক্লাব। সেমিফাইনালের দুই পর্ব মিলিয়ে রিয়ালকে ৫-১ গোলে হারাল সিটি। আগামী ১০ জুন ইস্তানবুলে ইন্টার মিলানের (Inter Milan) বিরুদ্ধে ফাইনালের লড়াইয়ে নামবে ‘স্কাই ব্লু’ ব্রিগেড। প্রথমবার ইউরোপের সেরার শিরোপা দখলের হাতছানি রয়েছে ম্যান সিটির কাছে।

ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য বিস্তার করতে থাকে ম্যান সিটি। ২৩ মিনিটে বিপক্ষের জালে প্রথম গোল করেন বের্নার্দো সিলভা। কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোল করে সিটিকে সিলভা। এই পর্তুগিজ তারকাই ব্যবধান দ্বিগুণ করেন ৩৭ মিনিটে। ফলে প্রথমার্ধের শেষে ২-০ ব্যবধানে এগিয়ে মাঠ ছাড়ে সিটি। বিরতির পরেও গুয়ার্দিওয়ালার ছেলেদের আধিপত্য বজায় ছিল। এরপর ম্যানুয়েল আকানজি ৭৬ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন। এবং বাকি কাজটি সারেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী জুলিয়ান আলভারেজ। বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই গোলটি করেন আলভারেজ।

আরও পড়ুন: Mohun Bagan Super Giant: ‘এটিকে মোহনবাগান’ নয়, জুন থেকে মাঠে নামবে ‘মোহনবাগান সুপার জায়ান্ট’

আরও পড়ুন: Cristiano Ronaldo: রোনাল্ডোর ১৩তম গোলে জমে উঠল সৌদি প্রো লিগ, ভালো জায়গায় আল নাসের

প্রশ্নাতীতভাবেই চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল। এখনও পর্যন্ত সর্বাধিক ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগ মানেই বাড়তি উন্মাদনা নিয়ে নামে রিয়াল। এহেন দলকে সেমি ফাইনালের মতো ম্যাচে ৪-০ গোলে হারিয়ে দেওয়া কার্যত কল্পনাতীত। সেই কল্পনাতীত কাজটাই করে দেখালেন পেপ।

এই নিয়ে দ্বিতীয়বার মেগা টুর্নামেন্টের ফাইনালে উঠল সিটি। বছর দুই আগে ফাইনালে উঠেও চেলসির কাছে পরাস্ত হতে হয়েছিল ‘স্কাই ব্লু’ ব্রিগেড। এবার গুয়ার্দিওলা চাইছেন সেই হারের যন্ত্রণা ভুলতে। এবারের ফাইনালে সিটির প্রতিদ্বন্দ্বী অপেক্ষাকৃত দুর্বল ইন্টার মিলান। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *