DYFI রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য বাম সংগঠনের নেতৃত্বরা এদিনের মিছিলে অংশগ্রহণ করেন। এর পরই নাট মন্দির প্রাঙ্গনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সমালোচনা করেন দলীয় নেতৃত্বরা।
সভা থেকে মীনাক্ষী নাম না করে অভিষেককে তীব্র আক্রমণ করে বলেন, “কারো ব্যাটা অডি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে তাঁবুতে তাঁবুতে। আর কারও ব্যাটাকে ব্যাগে ভরে বাড়ি অবধি নিয়ে আসতে হচ্ছে মৃতদেহটাকে।”
তিনি আরও বলেন, “কোর্ট রায় দিয়েছে চোরে চোরে দুই মাসতুতো ভাইকে ২৫-২৫ মোট ৫০ লাখ টাকা জরিমানা দিতে হবে।” DYFI-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে সরব হন।
দ্য কেরালা স্টোরি সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, “এটা প্রথম নয়। গোটা এলাকার লোকসংগীত গণসঙ্গীত গাওয়া লোকগুলোকে শিল্পী ভাতা দিয়ে রাজ্য সরকার মুখে কুলুপ আঁটিয়ে রেখেছে। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা নিকৃষ্টতম। আগামী দিনে কোন দিকে যেতে চলেছে? সমস্ত উঁচু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে কিভাবে RSS-এর লোকজন ঢুকিয়ে মানুষের সেকুলারিজমের ক্ষমতা, এবং বোঝার ক্ষমতা কে নষ্ট করে দিচ্ছে। এটাই কেরালা স্টোরি। এটাকে ব্যান করা বা এটাকে দেখানো বা তৈরি করা এই তিনটি ক্ষেত্রেই যারা বেশি উৎসাহ নিয়ে কাজ করেছে তারাই পশ্চিমবঙ্গকে RSS-এর কোলে গিফট করতে চাইছে। এত সহজে হবে না। গোটা রাজ্যের মানুষ এদের বিরুদ্ধে একাট্টা হয়ে লড়ছে।”
বানতলা প্রসঙ্গে এদিন তিনি বলেন, “সরকার মানুষের স্বার্থে কাজ করবে কিন্তু এটা যদি তাদের ব্যবসা হয়ে যায় তাহলে মুশকিল। অন্তর্দ্বন্দ্ব যদি কোনও শেয়ার হোল্ডারের মধ্যে হয়, তাহলে তা আইনিগতভাবে মানিয়ে নেবে। এটা যদি সরকারি কোনও রাজনৈতিক দলের অন্তর্দ্বন্দ্ব হয়, তাহলে আমরা দেখেছি বাইরেও ছাপ্পা করে, নিজেদের তাঁবুতেও ছাপ্পা চলছে। এদের প্রতি সাধারণ মানুষের কোনও আস্থা নেই।”
পাশাপাশি মীনাক্ষী বলেন, “২০২৪ -র লোকসভা ভোটের আগে সম্পূর্ণ জনবিরোধী বাজেট দেশের সরকার পেশ করে দিয়ে ভাবছে তারা নির্দ্বিধায় ভোটের বৈতরণী পার হয়ে যাবে।”