Mountaineer Piyali Basak: উৎকণ্ঠার অবসান, অবশেষ খোঁজ মিলল মাকালু জয়ী পিয়াালির – indian climber piyali basak being rescued from makalu expedition by rescue team


একের পর এক শৃঙ্গ জয়ে নজির গড়েছেন বঙ্গকন্যা পর্বতারোহী পিয়ালি বসাক। অন্নপূর্ণা জয়ের মাসখানের পেরোতে না পেরোতেই বুধবারই মাকালু শৃঙ্গ জয় করেন পিয়ালি। কিন্তু তার সঙ্গেই খবর আসে শৃঙ্গ জয়ের পর থেকেই খোঁজ মিলছে না হুগলির চন্দননগরের মেয়ের। উৎকণ্ঠা, প্রার্থনা বসাক পরিবারের কাটে গোটা দিন। অবশেষে দিনের শেষে মিলল ভালো খবর। বেস ক্যাম্প ৩ থেকে উদ্ধারকারী দল খুঁজে পেয়েছে পিয়ালিকে।গত ২৭ এপ্রিল মাকালু অভিযানে বের হন হুগলির চন্দননগরের মেয়ে, পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা পিয়ালি বসাক। ১৭ই মে বুধবার সকাল সাতটা থেকে আটটার মধ্যে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু সেটি জয় করেন তিনি। কিন্তু শৃঙ্গ জয়ের পর বেস ৪ ক্যাম্পে নেমে আসেননি তিনি। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। নামার সময় কি ঘটে কোনও বিপত্তি ঘটেছে? এই উৎকণ্ঠায় ছিল সকলে। অবশেষে এল সুখবর।

Mountaineer Piyali Basak : অন্নপূর্ণার পর মাকালু জয়, হুগলির পিয়ালির মুকুটে নয়া পালক

জানা গিয়েছে, ৭,৮০০ মিটার উচ্চতায় তিন শেরপার উদ্ধারকারী দল পিয়ালিকে উদ্ধার করেন। তাঁকে ওই উচ্চতা থেকে নামিয়ে আনা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার ছিল। অক্সিজের ছাড়াই মাকালু অভিযান সম্পূর্ণ করার চেষ্টা করেছিলেন। দলের মধ্যে তিনিই সবথেকে ধীরে সামিট সম্পূর্ণ করেন। কিন্তু সামিট শেষের পর তিনি এতই দুর্বল হয়ে পড়েছিলেন যে সাত হাজার আটশো মিটার অবধি নামার পর তাঁর আর নড়ার ক্ষমতা ছিল না। উদ্ধারকারী দল জানিয়েছে, যত দ্রুত সম্ভব পিয়ালিকে নীচের বেস ক্যাম্পে নামিয়ে আনা হবে এবং সেখান থেকে এয়ারলিফট করে শুশ্রুষার জন্য কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হবে।

Success Story: অনাহারের অন্ধকার পিছনে ফেলে আমলাশোলের গর্ব লক্ষ্মীপ্রিয়া, গ্রামের প্রথম সরকারি নার্স

এমন পরিস্থিতিতে অতীতে পিয়ালি কখনও পড়েননি বলে জানাচ্ছে তাঁর পরিবার। এভারেস্টে, লোৎসে, মানাসলু, ধৌলাগির, অন্নপূর্ণার পর বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু অভিযানেও সফল চন্দননগর সহ বাংলার গর্ব পিয়ালি। এখন মেয়ে ভালোয় ভালোয় সুস্থ হয়ে উঠুক সেটাই চাইছে তাঁর পরিবার সহ গোটা বাংলা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *