Murshidabad News : প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে, পুলিশের জালে ২ কুখ্যাত দুষ্কৃতী – two criminals arrested with huge arms by domkal police


এগরার বাজি কারখানায় বোমা তৈরি হতো কিনা, তা নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। এর মাঝেই প্রচুর আগ্নেয়াস্ত্র সহ ডোমকলে গ্রেফতার ২ সমাজ বিরোধী। ধৃতদের নাম বজলু মণ্ডল ও রিপন শেখ। নদিয়া সীমান্ত দিয়ে ওই দুই দুষ্কৃতী মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্রগুলি পাচারের ছক কষছিল বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দলের মাথার খোঁজ করছে পুলিশ।

Murshidabad News : ফের অ্যাম্বুল্যান্স চালকের দাদাগিরি, মুর্শিদাবাদে গাড়ির ভেতরেই প্রাণ গেল মহিলার
পঞ্চায়েত ভোট এখনও ঢের দেরি। কিন্তু প্রস্তুতি শুরু হয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এর মাঝেই নদিয়া সীমান্ত দিয়ে মুর্শিদাবাদে ঢুকছিল দেদার আগ্নেয়াস্ত্র। বুধবার রাতে ডোমকলে ১৫ রাউন্ড কার্তুজ সহ দুজনকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ। বুধবার রাতে দুজনকে হরিকৃষ্ণপুর গ্যাস গোডাউন থেকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি নদিয়ার দোগাছি সাহেবপাড়া। ধৃতদের কাছ থেকে ৭.৬৫ বোরের ১৫ পিস গুলি উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। বৃহস্পতিবার তাদের পাঁচ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে। এগরার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণেও উঠে এসেছে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি।

Murshidabad News : সুতি পুলিশের জালে গয়না চুরি চক্রের হদিশ, গ্রেফতার ২
স্থানীয়রা অভিযোগ তুলেছেন, বাজি কারখানার আড়ালে হতো বোমা তৈরি। সেই বোমা চলে যেত বিভিন্ন জেলায়। বিরোধীদের দাবি, আগ্নেয়াস্ত্রের দাপট দেখিয়েই এবার পঞ্চায়েতে নির্বাচনের ছক কষেকে শাসক দল। তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন মানেই ডোমকলে সিঁদুরে মেঘ দেখেন স্থানীয়রা। এলাকায় বোমাবাজি, অশান্তি লেগেই থাকে পঞ্চায়েত নির্বাচনের সময়।

Murshidabad Road Accident : বহরমপুরে পথ দুর্ঘটনায় ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যু, রাজ্য সড়ক অবরোধ উত্তেজিত জনতার
২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ডোমকলে বেসরকারি হিসাবে ১৩ জন ভোটের বলি হয়েছিল। তারপর থেকে রক্তক্ষয় ছাড়া পঞ্চায়েত নির্বাচন হয়নি ডোমকলে। এবারও ঘর পোড়া গোরুর মতো অশনি সংকেতের দিকেই তাকিয়ে রয়েছে ডোমকলবাসী। হু হু করে এলাকায় ঢুকছে আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক। পুলিশের একাধিক অভিযানে এমনই প্রমাণ মিলেছে। এরকম ধরণের অভিযান লাগাতার চালিয়ে যাওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। সীমান্ত এলাকা গুলিতে বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে।

Rastashree Prakalpa: সূর্যের তাপে নয়, হাতের ছোঁয়ায় উঠে যাচ্ছে রাস্তার পিচ!

ফের বুধবারে নদিয়া সীমান্ত দিয়ে কার্তুজ নিয়ে মুর্শদাবাদে ঢুকতেই দুই দুষ্কৃতীকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে চক্রের সঙ্গে জড়িত মূল পাণ্ডাকে গ্রেফতার করতে মরিয়া পুলিশ। আগ্নেয়াস্ত্রের বাড়বাড়ন্ত দেখে একটাই প্রশ্ন সাধারণ মানুষের মুখেমুখে ঘুরছে। রক্তপাতহীন পঞ্চায়েত নির্বাচন হবে তো? চিন্তায় ডোমকলবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *