Nadia News : বড়সড় সাফল্য নদিয়া পুলিশের ! বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার মাদক পাচারের কিংপিং – chapra police arrest main culprit of drug smuggling from india-bangladesh border


রমরমিয়ে চলছিল নিষিদ্ধ কাশির সিরাপের ব্যবসা। সিরাপের নাম করে মাদক ব্যবসায় হাত পাকিয়েছিল সে। অবশেষে নদীয়া জেলা থেকে পুলিশের জালে ফেনসিডিল মাদক পাচার চক্রের মূল পাণ্ডা। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম অমিতাভ বিশ্বাস ওরফে রাজেশ। সীমান্ত এলাকা থেকে রাজেশকে ধরতে সক্ষম হয় চাপড়া থানার পুলিশ।

Nadia News : কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে সাংসদ, তাতেও হল না অবস্থার পরিবর্তন
নদিয়ার সীমান্তবর্তী এলাকায় ফেনসিডিল পাচারের মূল পাণ্ডাকে গ্রেফতার করল চাপড়া পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হানা দেয় পুলিশের একটি টিম। সেখান থেকেই ধৃতকে গ্রেফতর করে চাপড়া থানার পুলিশ।

Nadia School Teacher : মমতার অনুপ্রেরণায় নাম বদলালেন প্রধান শিক্ষক! তুঙ্গে চর্চা
বৃহস্পতিবার ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলো। পুলিশ সূত্রে খবর, গত ১৭ ফেব্রুয়ারি প্রায় ৩৭০০ বোতল ফেন্সিডিল সহ গাড়ির চালককে গ্রেফতার করে চাপড়া থানা পুলিশ। চালক কে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে রাজেশের নাম। ঘটনার পর থেকে বেপাত্তা ছিল রাজেশ। বুধবার তাকে বনগাঁ থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। ধৃতকে আদালতে তোলা হয়েছে। ফেনসিডিল পাচারের বড় চক্রের অন্যান্য সদস্যদের ধরতে তদন্ত শুরু করেছে নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানা।

Nadia Special Marriage Ritual : আজ বিয়ে ভাঙবে গাজি-জহুরার, ৩০০ বছরের পুরনো বিরহগাথার উৎসব শান্তিপুরে
ফেনসিডিল নামক এই নিষিদ্ধ কাফ সিরাপের ব্যবসা দীর্ঘদিন ধরেই চলছে সীমান্তবর্তী এলাকাগুলিতে। সীমানা পেরিয়ে বাংলাদেশে পাচার করা হয় এই মাদক। চড়া দাম পাওয়া যায় পাচারকারীদের থেকে। ব্যবসায় ভালো মুনাফার লোভে এই মাদক ব্যবসায় নেমে পড়েছে অনেকেই। হাত বদল করে পেটি পেটি ফেনসিডিল বোতল চলে যায় ওপারে।
দীর্ঘদিন এই ধরণের মাদক পাচার রোধে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। অমিতাভ বিশ্বাস ওরফে রাজেশকে জিজ্ঞসাবাদ করে পুলিশের হাতে এই চক্র সংক্রান্ত আরও তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। জেলা জুড়ে কীভাবে পাচারের জাল বিছানো হয়েছিল, সে সম্বন্ধে খোঁজখবর নেওয়া শুরু করেছে পুলিশ।

Nadia News: চাষ করতে গিয়ে আটক! ১৫ মাস জেল খেটে ফিরলেন নাসির!

প্রসঙ্গত, কয়েক মাস আগেই বর্ধমান জেলা থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে ৫ হাজার শিশি ফেনসিডিল। নিষিদ্ধ মাদক দ্রব্য ফেনসিডিলের বস্তা বোঝাই একটি অটোকে ধরা। সেই অটো তল্লাশি করেই এই নিষিদ্ধ মাদকের বোতল পাওয়া যায়। বোতলগুলিকে বাজেয়াপ্ত করেছে এনসিবি। মাদক দ্রব্য পাচারের অভিযোগে ওই অটোর চালককে গ্রেফতার করা হয়। ওই অটো থেকে প্রায় ২২ বস্তা ফেনসিডিল বোতল উদ্ধার করে। অটো চালক সেগুলি কোথায় পাচারের চেষ্টা করছিল তার তদন্ত শুরু করে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *