Recruitment Scam : নবম-দশমে নিয়োগ তদন্তে ফের সিবিআই , মত চাইল কোর্ট – the calcutta high court raised questions in the case related to the recruitment of ssc


এই সময়: মেধা অনুযায়ী কাউন্সেলিংয়ে ডাক পাননি–অথচ ২০১৯ সালে প্যানেলের মেয়াদ শেষের পরও তাঁদের ২০২০-তে নন-জয়েনিং পদে এসএমএসের মাধ্যমে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল কীভাবে–এসএসসির নিয়োগ সংক্রান্ত মামলায় তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে সিবিআই ইতিমধ্যে শুরু করেছে কি না, আগামী শুনানিতে সে ব্যাপারে কেন্দ্রীয় সংস্থাকে জানাতে হবে কলকাতা হাইকোর্টে।

Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে সংযোজিত চার্জশিট তিন মিডলম্যানের নামে
বুধবার বিচারপতি বিশ্বজিত বসু সিবিআইকে এই নির্দেশ দিয়েছেন। এদিনের শুনানিতে মধশিক্ষা পর্ষদের হলফনামা দেখিয়ে রাজ্যের তরফে দাবি, ১৭৬ জনের মধ্যে ৬৮ জন সুপারিশপত্রের কোনও হার্ডকপি পাননি। তাঁদের মধ্যে আটজন কোনও নথি ছাড়াই রাজ্যের বিভিন্ন স্কুলে চাকরি করছেন।

TET Scam : ৪২ হাজার শূন্যপদের মধ্যে ২ হাজারে কেন নিয়োগ হয়নি? সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পর্ষদ
প্রসঙ্গত, নবম-দশমের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর প্রায় ১৭৬ জনকে নন-জয়েনিং পদে নিয়োগের জন্য এসএমএস করা হয়। ২০১৬-এর নিয়োগ প্রক্রিয়ায় এই ঘটনা ঘটে ২০২০-তে। মামলাকারীর দাবি, তিনি কোনওদিন কাউন্সেলিংয়ে ডাকই পাননি। পর্ষদের দাবি, তাঁর নামে সুপারিশপত্র ইস্যু হয়েছে। এসএসসি-র বক্তব্য, মামলাকারী কাউন্সেলিংয়ে অংশগ্রহণই করেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *