Siliguri News : টোটোচালকের উপস্থিত বুদ্ধিতে পাচারের আগে উদ্ধার ৩ কিশোরী – siliguri 3 teenage girls were rescued before being trafficked by the toto driver


এই সময়, শিলিগুড়ি: প্রথমে দৃশ্যে যাকে ভিলেন মনে হয়েছিল, শেষে দেখা গেল, আসল হিরো তিনিই। মঙ্গলবার সন্ধ্যায় এমনই এক নাটকের সাক্ষী থাকল শিলিগুড়ি। লেন ভেঙে অন্য লেনে ঢুকে গিয়েছিল একটি টোটো। ভেতরে সওয়ার দুই মহিলা এবং তিন কিশোরী। চালকের ট্র্যাফিক আইন ভাঙার দুঃসাহস চোখে পড়তেই তৎপর হয়ে ওঠেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মীরা। এত সহজে ছাড়া যায় নাকি? সহবত শেখাতে হবে তো!

Siliguri Tourism : সুদর্শন যুবকের হাতসাফাইয়ে নিঃস্ব পর্যটক, ধৃত শিলিগুড়িতে
তেড়েমেড়ে এগিয়ে যাওয়ার আগেই অবাক কাণ্ড! টোটো যে আসছে তাঁদের পানেই। আর টোটোয় সওয়ার তিন কিশোরী কেঁদেই চলেছে। টোটোচালকের বক্তব্য শুনে এবং তার পরের ঘটনা পরম্পরায় চোখ কপালে ওঠে ট্র্যাফিক পুলিশের। মহানন্দা সেতু লাগোয়া ট্র্যাফিক পুলিশের অফিসে এসে টোটোচালক জানালেন তাঁর সন্দেহের কথা, পাচারের চেষ্টা হচ্ছে তিন নাবালিকাকে।

Guwahati Child Abuse Case : গুয়াহাটিতে নাবালিকা নির্যাতনের মামলার নয়া মোড়! গ্রেফতার ধৃত চিকিৎসকের সহকারী
মনে খানিক অবিশ্বাস রেখেই পুঁছতাছ শুরু করেছিলেন ট্র্যাফিক পুলিশকর্মীরা। ভিতরে বসে রীতিমতো ভালো পোশাক পরা দুই মহিলা আমতা আমতা করতেই বোঝা যায়, সন্দেহের কিছু ভিত্তি তো আছেই। জানা যায়, ওই দুই মহিলা লাদাখের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে শেষমেশ জানা যায়, তিন নাবালিকাকে কাশ্মীরে পাচারের চেষ্টা করছিল দুই সুবেশা মহিলা।

Tripura Crime : ত্রিপুরায় কলেজ পড়ুয়াকে চলন্ত গাড়িতে গণধর্ষণ! গ্রেফতার ২, বাকিদের খোঁজে তল্লাশি জারি
মঙ্গলবার শিলিগুড়ির বিধান মার্কেট থেকে ওই টোটোয় নাবালিকাদের তুলে জংশনের পথে একটি হোটেলের উদ্দেশে রওনা হয়েছিল তারা। কিন্তু নাবালিকাদের কান্নায় সন্দেহ হয় টোটোচালকের। কোনও ঝুঁকি না-নিয়ে টোটোচালক লেন টপকে সোজা হাজির হয়ে যান মহানন্দা সেতু লাগোয়া ট্র্যাফিক পুলিশের অফিসে। আর এ ভাবেই এক টোটোচালকের উপস্থিত বুদ্ধির জোরে পাচার হওয়ার মুখে রক্ষা পেয়ে গেল তিন কিশোরী।

হাতেনাতে ধরা পড়া দুই মহিলা সিওয়ান চিন্দু এবং ইয়াসমিন মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ১০-১২ বছরের ওই মেয়েদের হোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বুধবার ধৃত দুই মহিলাকে শিলিগুড়ি আদালতে হাজির করানোর পরে পাচারকারী সন্দেহে ধৃত দুই মহিলাকেও নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

Hooghly News : মালিকের ছেলেকেই অপহরণ, পাণ্ডুয়ায় গ্রেফতার কম্পিউটার সেন্টারের কর্মী সহ ৫
শিলিগুড়ির উপনগরপাল শুভেন্দ্রু কুমার বলেন, ‘ধৃত মহিলাদের জেরা করে পাচারের অভিযোগটি ভালো করে যাচাই করা হবে। নাবালিকাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। নাবালিকাদের চাইল্ড লাইনের মাধ্যমে পরিবারে ফেরানো হবে।’

KLO : টাকা দাবি করে চিঠি কেএলওর, গ্রেফতার ২
উদ্ধার হওয়া ওই নাবালিকাদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। সেখান থেকেই তিন জনকে তুলে এনেছিল ধৃত দুই মহিলা। নাবালিকারা পুলিশকে জানিয়েছে, কাশ্মীরে নিয়ে গিয়ে তাদের পড়াশোনা এবং তার পরে জীবিকার ব্যবস্থা করে দেওয়া হবে বলে পরিবারের লোকেদের আশ্বাস দিয়েছিল ধৃত মহিলারা। মঙ্গলবার বাসে করে শিলিগুড়িতে এনে নাবালিকাদের বিধান মার্কেটে এটা-সেটা কিনে খাওয়ায় তারা। এর পর বিকেলে টোটোয় তুলে হোটেলের উদ্দেশে রওনা হয়েছিল।

Kalimpong Police: স্কুল ইউনিফর্মে কিশোরীর মদ্যপান ও ধূমপানের ভিডিয়ো ভাইরাল, তদন্তে নেমে পর্দাফাঁস পুলিশের
কিন্তু কাশ্মীর যেতে নারাজ নাবালিকারা। বিধান মার্কেট থেকে বার হয়ে টোটোয় ওঠার সময়ে ধৃত মহিলারা হোটেলে যাওয়ার কথা চালককে বলতেই নাবালিকারা ভয় পেয়ে যায়। তাই কাঁদতে শুরু করে তারা। টোটোচালক যে তাদের কান্নায় এ ভাবে সাড়া দেবে, সেটা তারা ভাবতেও পারেনি।

ধৃত দুই মহিলাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, এর আগেও চোপড়া থেকে কয়েক জন নাবালিকাকে নিয়ে গিয়েছে তারা। পুলিশ ওই নাবালিকাদেরও হদিশ পেতে সচেষ্ট হয়েছে। আটক করার পরে ধৃত মহিলারা কোনও সন্তোষজনক জবাবও দিতে পারেনি বলে দাবি পুলিশের। নাবালিকাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। আর ওই টোটোচালক বলেন, ‘মেয়েগুলিকে কাঁদতে দেখে ট্র্যাফিক পুলিশকে জানিয়েছি। এর বেশি কিছু বলতে চাই না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *