Sundarban News : কাঁকড়া ধরতে গিয়ে বিপত্তি, বাঘের সামনে পড়লেন মৎস্যজীবী! তারপর… – a fisherman rescued himself from tiger attack at sundarbans


West Bengal News : সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ বা কাঁকড়া ধরতে গিয়ে মানুষের প্রাণ যাওয়া নতুন কিছু নয়। তা সত্বেও জীবিকার তাগিদে যেতে হয় তাঁদের। তাই এবার ফের সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বিপত্তি ঘটল। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের কুমিরমারি জঙ্গলে কাঁকড়া ধরতে যান গণেশ দাস।

সেই সময় হঠাৎই বাঘ তার উপরে আক্রমণ করে। বাঘের সঙ্গে লড়াই করে নিজের প্রাণ বাঁচান গনেশ দাস। তারপর নিজেই নৌকা চালিয়ে ফিরে আসেন গ্রামে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে মৈপিঠের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার পরে, কুলতলির জামতলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে ইয়ে আসা হয়।

Debchandrima Singha Roy : বাঘের গা আঁচড়াবেন দেবচন্দ্রিমা! থাইল্যান্ডের পর সুন্দরবন অভিযানের পরামর্শ রণজয়ের
সেখানেই তাঁর চিকিৎসা চলছে। কুলতলির পূর্ব গুড়গুড়িয়া গ্রামের বাসিন্দা গনেশ দাস সুন্দরবনের নদীতে মাছ কাঁকড়া ধরে সংসার চালান। বৃহস্পতিবারও নিজের নৌকা নিয়ে গিয়েছিলেন সুন্দরবনের কুমিরমারির জঙ্গলের সুরু খাড়ি মধ্যে সেখানে কাঁকড়া ধরার জন্য। সুত ফেলার সময় হঠাৎই পাশের জঙ্গল থেকে একটি রয়্যাল বেঙ্গল টাইগার তার দিকে আক্রমণ করে।

হাতের কাছে থাকা লাঠি বৈঠা নিয়ে নিজেকে বাঁচানোর জন্য বাঘকে তাড়াবার উদ্দেশ্যে মারতে থাকেন জলে ও পাশের জঙ্গলে। তা সত্বেও বাঘ তার উপর আক্রমণ করে। বাঘের হাতের থাবায় গুরুতর জখম হন ওই মৎস্যজীবী। গণেশের মুখে ও ঘাড়ে সেই বাঘ থাবা মারে।

Malda News : বামনগোলায় এখনও অধরা রহস্যময় নীলগাই, দিশেহারা বনকর্মীরা
বাঘের সঙ্গে লড়াই করে কোনোক্রমে মুখে ও ঘাড়ে গভীর ক্ষত নিয়ে নিজেকে বাঁচিয়ে তিনি ফিরে আসেন গ্রামে। পুলিশ ও বন দফতর সূত্রে খবর সকালে পূর্ব গুড়গুড়িয়ার গনেশ দাস বাঘের আক্রমনের আহত অবস্থায় গ্রামে ফিরে আসেন। তারপর তাঁকে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যাওয়ার বৈধ কাগজ তার কাছে ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Royal Bengal Tiger : অতিথি আসছে বর্ধমানে! ফিসফাস শহরের অলিতে গলিতে
স্থানীয় এক গ্রামবাসী বলেন, “আমরা কিছুই জানতাম না। হঠাৎ খবর পাই গণেশকে বাঘে তাড়া করেছে, তাও গণেশ গ্রামে ফিরে এসেছে। ছুটে গিয়ে দেখি গণেশ গুরুতর আহত হয়েছে। দেরি না করে সঙ্গে সঙ্গে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই তাঁকে। তারপর জামতলাতে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ ও বন দফতরকে খবর দিলে তাঁরা এসে খোঁজ খবর করেন।”

গ্রামের মানুষদের বক্তব্য, গণেশের কপাল ভালো যে বাঘের সঙ্গে লড়াই করে ফিরতে পেরেছেন। বেশিরভাগ মানুষই বাঘের খপ্পরে পড়লে প্রাণ হারান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *