Abhishek Banerjee : ‘এবার SSC…চ্যালেঞ্জ করছি গ্রেফতার করুন’, CBI তলব নিয়ে মুখ খুললেন অভিষেক – abhishek banerjee attacks cbi and bjp after getting the summon on recruitment scam


কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের পর শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠিয়েছে সিবিআই। শনিবার তাঁকে কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতরে তলব করা হয়েছে। বাঁকু়ড়ায় জনসংযোগ যাত্রা থামিয়ে আজই কলকাতা রওনা দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।কলকাতা ফেরার আগে এদিন সোনামুখীতে রোড শো করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। রোড শো শেষে সিবিআই তলব প্রসঙ্গে মুখ খুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করার পাশাপাশি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূলের এই শীর্ষ নেতা।

Abhishek Banerjee: দুর্নীতিতে যোগসাজশ পেলে আমাকে ফাঁসির মঞ্চে তুলে দৃষ্টান্ত স্থাপন করুন: অভিষেক
অভিষেক বলেন, ‘আড়াইটের সময় বাড়ি থেকে ফোন করে জানায় যে সিবিআই নোটিশ দিতে এসেছে। আমাকে তলব করার অধিকার তাদের রয়েছে। কিন্তু, যদি দুটো দিন সময় দিত তাহলে রাস্তায় এত মানুষকে দাঁড়িয়ে থাকতে হত না। আমি ভেবেছিলাম, ৪৮ ঘণ্টা আমাকে সময় দেওয়া হবে। ক্ষমতা থাকলে আমাকে সংবাদমাধ্যমের সামনে জেরা করুন। আমার আইনজীবীরা আমাকে যেতে না করেছিলেন। কিন্তু আমি তাতে রাজি হয়নি। এরা চায় নবজোয়ার যাত্রা যাতে বন্ধ হয়ে যায়। আমি বাঁকুড়াকে কথা দিয়ে যাচ্ছি, সোমবার এই মাটি থেকে নতুন উদ্যমে এই যাত্রা শুরু করব। পারলে আমাকে কেউ আটকে দেখাক।’

Abhishek Banerjee : হাইকোর্ট ফেরাতেই CBI তলব, নবজোয়ার ছেড়ে রাতেই কলকাতায় অভিষেক
সিবিআইকেও কার্যত হুঁশিয়ারি দেন অভিষেক। তিনি বলেন, ‘সারদাতে সিবিআই আমাকে ফাঁসাতে চেষ্টা করেছিল। নারদাতে পারেনি। গোরু-কয়লা পাচারেও পারেনি। এখন নতুন এসেছে এসএসসি। আমার বিরুদ্ধে যদি এতটুকু কোনও প্রমাণ থাকে, তবে তা সামনে রাখুন এবং ফাঁসির মঞ্চ প্রস্তুত করুন। আমি সেখানে গিয়ে মৃত্যবরণ করব। কারণ শহিদ ক্ষুদিরাম বসু আমাদের কাছে অনুপ্রেরণা। বিজেপির পতন যেন বাঁকুড়া থেকে হয় সেটা নিশ্চিত করুন। সিবিআইকে চ্যালেঞ্জ করছি, আমি দোষী হলে আমাকে গ্রেফতার করুন।’

অভিষেক আরও বলেন, ‘এখন বিচার ব্যবস্থার একাংশকে দেখছি। যাঁরা আমার বিরুদ্ধে রায় দিয়েছেন, তাঁদের আমি সম্মান জানাই। তবে বিনীতভাবে এটা বলব আমার বিরুদ্ধে যদি এতটুকু প্রমাণ থাকে তবে বিচারপতিকে বলব, আমাকে ফাঁসির নির্দেশ দিন। আমাকে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন।’

Abhishek Banerjee : ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েও চাপে অভিষেক! জরুরি ভিত্তিতে শুনানিতে রাজি হল না হাইকোর্ট
তাঁর জন্য কাউকে রাস্তা না নামার কথাও উল্লেখ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেন, ‘যা করার এঁরা করুক। আমি আপনাদের বলছি, আমার জন্য কাউকে রাস্তায় নামতে হবে না। আমি আমার লড়াই নিজে লড়ে নেব। আপনারা আপনাদের অধিকারের স্বার্থে লড়ুন। যাঁরা আপনাদের সব পরিষেবা দিচ্ছে, সেই রাজনৈতিক দলকে সমর্থন করুন। সেই রাজনৈতিক দলকে নির্বাচনে ভোটে দাঁড়ান।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *