Babita Sarkar News : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সেই ববিতা – recently unemployed babita sarkar of siliguri approached the division bench challenging the judgment given by justice abhijit gangopadhyay


এই সময়: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় চ্যালেঞ্জ করে এ বার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন উচ্চমাধ্যমিকে চাকরিহারা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা শিলিগুড়ির ববিতা সরকার। স্নাতকের নম্বরের ভুল হিসেব কষায় মঙ্গলবারই ববিতার চাকরি বাতিলের রায় দিয়েছিল আদালত। সেই রায় চ্যালেঞ্জ করে মামলা করতে চেয়ে বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করেন ববিতা। ববিতাকে মামলা করার অনুমতি দেয় আদালত।

Babita Sarkar SSC : ববিতা চাকরি হারানোয় খুশি পরেশ! মেয়ে অঙ্কিতার জন্য ফের আদালতে আবেদন প্রাক্তন মন্ত্রীর?
অনামিকা রায় নামে এক চাকরিপ্রার্থী দাবি করেছিলেন, ফর্মপূরণের সময়ে ববিতা লিখেছিলেন, তিনি স্নাতক-স্তরে ৮০০ র মধ্যে ৪৪০ পেয়েছেন। অর্থাৎ ৫৫ শতাংশ। কিন্তু শতাংশের হিসেবে লেখেন ৬০ শতাংশ। এই তথ্য সামনে আসার পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ববিতার চাকরি খারিজ করে অনামিকাকে সেই চাকরি দেওয়ার নির্দেশ দেয়।

Babita Sarkar: চাকরি পেতে ভুল তথ্য দেওয়ার অভিযোগ, ‘আন্দোলনের মুখ’ ববিতাকে বরখাস্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এর আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ বেআইনি দাবি করে হাইকোর্টে মামলা করেছিলেন শিলিগুড়ির ববিতা। তাঁর বক্তব্য ছিল, মন্ত্রীকন্যা ক্ষমতার বলে চাকরি পেয়েছেন। আদালতে ববিতার অভিযোগ প্রমাণিত হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়েরই নির্দেশে গত বছরে ২৪ জুলাই চাকরি যায় অঙ্কিতার। চাকরি পান ববিতা। শুধু তাই নয়, অঙ্কিতার চাকরি জীবনে পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে বলা হয়েছিল। যে টাকা ববিতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Anamika Roy SSC Recruitment Scam: ‘সাত বছরের লড়াইয়ের জয়’, ববিতার জায়গায় চাকরি পাওয়া অনামিকা বললেন…
আদালতের নির্দেশে ববিতা চাকরি পেলেও নিয়োগ-দুর্নীতির তদন্তে কয়েক মাস আগে চাকরিপ্রার্থীদের নম্বরের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। তাতেই ববিতার নম্বর-বিভ্রাট সামনে আসে। এর পর পাল্টা মামলা করেন অনামিকা। ফলে যে বিচারপতির রায়ে চাকরি ফেরত পেয়েছিলেন ববিতা, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়েই চাকরি হারান তিনি। সেই সঙ্গেই অঙ্কিতার থেকে পাওয়া বেশ কয়েক লক্ষ টাকাও ববিতাকে ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। ববিতা তাঁর চাকরি খারিজ এবং টাকা ফেরতের সেই রায় চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *