Barasat Hospital : এক রোগীর রক্ত অন্যকে! গাফিলতিতে মৃত্যুর অভিযোগ বারাসত হাসপাতালে – in barasat hospital another patient blood was given to another patient


North 24 Parganas : চিকিৎসায় চরম গাফিলতির নজির। এক রোগীর জন্য নির্ধারিত রক্ত দেওয়া হল অন্য জনের শরীরে। ভুলবশত যে রোগীকে রক্ত দিয়ে দেওয়া হয়, তাঁর মৃত্যু ঘটে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বারাসত হাসপাতালে। বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

Murshidabad News : ফের অ্যাম্বুল্যান্স চালকের দাদাগিরি, মুর্শিদাবাদে গাড়ির ভেতরেই প্রাণ গেল মহিলার
বারাসত হাসপাতালে চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ। একজনের রক্ত অন্যজনকে দিয়ে বসল নার্স। রোগীর পরিবার সেই ঘটনা দেখা মাত্রই অভিযোগ করলে সঙ্গে সঙ্গে নার্সরা সেই রক্ত খুলে আবার তাঁদের রোগীকে দেওয়া শুরু করে। কিন্তু ভুলবশত যে রোগীকে রক্ত দেওয়া হচ্ছিল সেই রোগীর মৃত্যু ঘটে।

Raiganj News : সর্প দংশনে রোগীর মৃত্যুতে ভাঙচুর-মারধর ইটাহার হাসপাতালে, রুখে দাঁড়াল গ্রামবাসীরা
এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা শুরু হয় বারাসত হাসপাতালে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন উত্তর নেই। কার এই গাফিলতি? একটা মেডিক্যাল কলেজ হাসপাতালে এমন দায়িত্বজ্ঞানহীনতার মত কাজ হবে? উঠছে প্রশ্ন। এই ঘটনায় বারাসাত হাসপাতালে ভুল রক্ত দেওয়ার কারণেই রোগী মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠেছে।

Nadia News : কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে সাংসদ, তাতেও হল না অবস্থার পরিবর্তন
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের বাসিন্দা অঞ্জলি মৌলিককে বেশ কিছু শারীরিক সমস্যার জন্য গত তিন দিন আগে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছু শারীরিক সমস্যার জন্য তাঁর শরীরে রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে। পরিবারের তরফে তাঁর জন্য রক্ত জোগাড় করা হয়। অঞ্জলি মৌলিক বেড নম্বর R 16 তে ছিলেন।

Siliguri District Hospital : স্ট্রেচারে শুইয়ে সিঁড়ি ভেঙে ওঠানো হচ্ছে রোগীকে, ভোগান্তি শিলিগুড়ি হাসপাতালে
পরিবার রক্তের ব্যবস্থা করলেও সেই রক্ত অঞ্জলি মৌলিককে না দিয়ে তার পাশের বেডে থাকা রোগীকে দেওয়া হয়। পাশের রোগীর বেড নম্বর (R 17), যিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। রক্ত দেওয়ার সেই মুহূর্তে সেই রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে।

Birbaha Hansda : চিকিৎসকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, ঝাড়গ্রাম হাসপাতালে ধরনায় বসলেন মন্ত্রী
কিন্তু পরবর্তীতে অঞ্চলি মৌলিকের যে কোনও সমস্যা হবে না এই দায়িত্ব কে নেবে? এই প্রশ্নের উত্তর নেই হাসপাতাল কর্তৃপক্ষের। বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতাল সুপার সুব্রত মণ্ডলের কাছে রোগীর পরিজনরা তাঁদের ক্ষোভ উগরে দেয়। তবে সুপারের বক্তব্য, তাঁদের রোগীতো বর্তমানে ভালো আছে।

তবে এই ঘটনায় মৃতের পরিবারের হাসপাতালের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তাঁদের রোগী দীর্ঘদিন ধরেই বাংলাদেশে চিকিৎসা চলেছে। পরিবারের তরফে জানানো হয়, পেটে সমস্যা ছিল। এ দেশে তিনি আত্মীয়ের বাড়িতে এসে চিকিৎসা করাতে বারাসত হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। হাসপাতালের বিরুদ্ধে কোনওরকম গাফিলতির অভিযোগ সেই পরিবারের পক্ষ থেকে নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *