Bidhan Chandra Krishi Viswavidyalaya : কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ঘিরে বিতর্ক, মুখে কুলুপ কর্তৃপক্ষের – controversy at convocation of kalyani bidhan chandra krishi university


West Bengal News : রাজ্যের অন্যতম কৃষি বিশ্ববিদ্যালয় নদিয়ার হরিণঘাটায় অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ। এদিন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস। এই উপলক্ষ্যে তিনজনকে বিশেষ সম্মান জানায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। বিধান কৃষি রত্ন অ্যাওয়ার্ড, বিধান কৃষি উদ্যোগপতি অ্যাওয়ার্ড ও বিধান কৃষক শিরোমনি আওয়ার্ড প্রদান করা হয়।

দীর্ঘ পাঁচ বছর পর এই বছর কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এদিন মোট ২২৪৬ জন ছাত্র-ছাত্রীকে ডিগ্রি প্রদান করা হয়। যদিও বিতর্ক শুরু হয়েছে সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রণ নিয়ে। অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সমস্ত বিভাগের অধ্যাপক অধ্যাপিকা ও বিভাগীয় প্রধানদের আমন্ত্রণ জানাননি।

Kazi Najrul University : উপাচার্য অপসারণে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উচ্ছ্বাস পড়ুয়াদের, চলল মিষ্টি বিতরণ
এটি বিশ্ববিদ্যালয়ের একটি ভয়ঙ্কর দিন বলে মন্তব্য করেছেন আমন্ত্রণ না পাওয়া এক অধ্যাপক। আরও অভিযোগ উঠছে, এত বড় সমাবর্তন অনুষ্ঠান, সেই অনুষ্ঠান স্থায়ী উপাচার্য ছাড়াই কি করে করা হয় তা নিয়ে প্রশ্ন উঠছে। বর্তমানে যিনি উপাচার্যের আসনে রয়েছেন তিনি স্থায়ী উপাচার্য নন।

বর্তমানে অস্থায়ী উপাচার্যের দায়িত্বে রয়েছেন অধ্যাপক শুভেন্দু বিকাশ গোস্বামী। এই বিষয়ে এক বিক্ষুব্ধ অধ্যাপক শুভাশিস মণ্ডল বলেন, “আমি এই কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের প্রধান। তাতেও আমি এই সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ পাইনি। সমাবর্তন অনুষ্ঠান নিয়ে তো আপত্তি জানানোর কিছু নেই। এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা শংসাপত্র পাবে। তবে আমরা চেয়েছিলাম যে একজন স্থায়ী উপাচার্যর উপস্থিতিতে এই সমাবর্তন অনুষ্ঠান হোক। এখন যিনি রয়েছেন তিনি এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নন। আমাদের আপত্তি এই জায়গাতেই। কারণ সমাবর্তন অনুষ্ঠান একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ অনুষ্ঠান। এটা খেলার জায়গা নয়।”

Kazi Najrul University : আচার্যের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে উপাচার্য, আজ শুনানি
ওই অধ্যাপক আরও বলেন, “আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের দিক দিয়ে সমাবর্তন অনুষ্ঠান এক অত্যন্ত আবেগঘন জায়গায় ছিল। এবার তার ব্যতিক্রম হল। এবারই প্রথম দেখা গেল যে কোনও বিভাগের কোনও অধ্যাপককেই আমন্ত্রণ জানানো হয়নি। গত পাঁচ বছর ধরে এখানে সমাবর্তন অনুষ্ঠান হয়নি। আর অনেক বছর পরে আবার শুরু হলেও এই ধরনের কাজকর্ম মেনে নেওয়া যাচ্ছে না। এই সমাবর্তন অনুষ্ঠানে পাস করে যাওয়া অনেক কৃতি ছাত্র বাইরে থেকে আসেন। তাঁদের সঙ্গে এবার দেখাও হল না।”

kanyashree university: নেট, সেট পরীক্ষায় উত্তীর্ণ 30 পড়ুয়া, নজরকাড়া সাফল্য কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের
যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ। উপাচার্য ও রেজিস্টার কোনও বক্তব্য রাখতে রাজি হননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *