দিকে দিকে চলছে বেআইনি অস্ত্র ও বোমার বিরুদ্ধে অভিযান। তাতে সাফল্যও মিলছে বৈকি। কিন্তু তা সত্বেও থামানো যাচ্ছে না এগুলির আমদানি। এবার ফের তাজা বোমার খোঁজ পাওয়া গেল মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা এলাকা থেকে।
গোপন সূত্রে খবর পেয়ে বাঁশ বাগান থেকে তাজা বোমা উদ্ধার করল সাগরপাড়া থানার পুলিশ। এদিন সকালে বোমাগুলি উদ্ধার করা হয় সাগরপাড়া থানার সাহেবনগরে। মোট ছ’টি বোমা উদ্ধার হয়েছে। যার মধ্যে রয়েছে তিনটি সকেট বোমা ও তিনটি সুতলি বোমা।
বম্ব স্কোয়াডে খবর দেওয়া হলে আজ দুপুরে সেগুলি নিস্ক্রিয় করা হয়। একদিন আগে বৃহস্পতিবার ডোমকল থানার পুলিশ নদিয়ার দুই অস্ত্র কারবারিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। আর আজ ডোমকল মহকুমার সাগরপাড়া থেকে উদ্ধার তাজা বোমা। কে বা কারা বোমাগুলি মজুত রেখেছিল এখনও জানা যায়নি।
তবে স্থানীয়দের অনুমান পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই বোমা মজুত করা হয়েছিল। ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় মানুষ। এক স্থানীয় বাসিন্দা এই বিষয়ে জানান, “আমরা তো এরকম বোমা কোনওদিন চোখে দেখেনি। এই প্রথম চোখের সামনে দেখলাম। পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে গিয়েছে। আমরা যথেষ্ট ভয়ে রয়েছি।”
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকাল বেলাই বোমাগুলো লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। বোমা দেখতে ঘটনাস্থলে লোকজন জড়ো হয়ে যায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে জনসাধারণকে সরিয়ে জায়গাটিকে ঘিরে ফেলে। বোমাগুলি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
তবে কে বা কারা বোমাগুলি রেখে গিয়েছে, সে সম্বন্ধে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি স্থানীয় বাসিন্দারা। জেলা পুলিশে সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকা হওয়ায় সাগরপাড়া বরাবরই স্পর্শকাতর জায়গা। এখানে দুষ্কৃতীদের রমরমাও বেশি।
তবে পঞ্চায়েত নির্বাচনের আগে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হতে থাকায় স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে। গত কয়েক মাস ধরেই বারবার অস্ত্র উদ্ধার হচ্ছে এই এলাকা থেকে। ফলে সাগরপাড়ার নজরদারি আরও বাড়ানো হয়েছে।