এই সময়: কর্নাটকের ফল দেশজুড়ে কংগ্রেসকে নতুন অক্সিজেন দিয়েছে। বাংলাতেও এবার দলের নেতা-কর্মীদের ভোকাল টনিক দিতে শহিদ মিনারে একক শক্তিতে বহুদিন পরে জনসভা করতে চলেছে প্রদেশ কংগ্রেস। আগামী ১৫ জুন এই জনসভা হতে চলছে বলে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঘোষণা করেছেন।
এই জনসভার প্রস্তুতি নিয়ে এ দিন বিধানভবনে জেলা কংগ্রেস সভাপতিদের নিয়ে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শহিদ মিনারের সভা থেকে বিজেপির ‘সাম্প্রদায়িক বিভাজনে’র রাজনীতি এবং রাজ্যে তৃণমূল সরকারে ‘দুর্নীতি’র বিরুদ্ধে সরব হতে চায় কংগ্রেস। শহিদ মিনারে জনসভার কর্মসূচি ঘোষণা করে অধীর এ দিন বলেন, ‘বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে পরাজিত করে কংগ্রেস কর্নাটক দখল করেছে।
এই জনসভার প্রস্তুতি নিয়ে এ দিন বিধানভবনে জেলা কংগ্রেস সভাপতিদের নিয়ে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শহিদ মিনারের সভা থেকে বিজেপির ‘সাম্প্রদায়িক বিভাজনে’র রাজনীতি এবং রাজ্যে তৃণমূল সরকারে ‘দুর্নীতি’র বিরুদ্ধে সরব হতে চায় কংগ্রেস। শহিদ মিনারে জনসভার কর্মসূচি ঘোষণা করে অধীর এ দিন বলেন, ‘বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে পরাজিত করে কংগ্রেস কর্নাটক দখল করেছে।
পশ্চিমবঙ্গে যে ভাবে জেলায় জেলায় তৃণমূল-বিজেপি থেকে মানুষ কংগ্রেসে যোগ দিচ্ছে তা দেখিয়ে দিচ্ছে আগামী দিনে এই রাজ্যে জনতা তৃণমূলকে পরাজিত করে কংগ্রেসকে বিকল্প হিসেবে দেখতে চাইছে।’ সাগরদিঘি উপনির্বাচনের পর থেকেই রাজ্যের কংগ্রেস নেতারা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের হারানো দুর্গ পুনরুদ্ধারের আশায় রয়েছেন।
কর্নাটকের ফল প্রদেশ কংগ্রেস নেতাদের বাড়তি উৎসাহ জুগিয়েছে। সেই কারণে জেলা সভাপতিদের নিয়ে এ দিনের বৈঠকে শহিদ মিনার ভরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন দলীয় নেতৃত্ব। অধীরের বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘সিপিএম এবং আইএসএফ’র সঙ্গে জোট করে বিধানসভা নির্বাচনে কংগ্রেস শূন্য হয়েছিল। উপনির্বাচনে জিতে সবে এক হয়েছে, এখনই ১৪৮ আসন পাওয়ার স্বপ্ন পাগলেও দেখবে না।’