Dilip Ghosh : ‘মাধ্যমিক জীবন নয়…’, সফলদের শুভেচ্ছাবার্তা দিয়ে অকৃতকার্যদের সান্তনা দিলীপের – dilip ghosh congratulated the madhyamik candidates and also consoled the unsuccessful by his tweet


অকৃতকার্য হলে মন খারাপ করার কিছু নেই। আগামী দিনে আরও সুযোগ মিলবে। মাধ্যমিক সফলদের শুভেচ্ছার পাশাপাশি আশানুরূপ ফল না হওয়া ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মাধ্যমিকের ফল প্রকাশের পরেই এদিন টুইট করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি।

দিলীপ ঘোষ এদিন টুইট করে জানান, “মাধ্যমিক পরীক্ষায় যারা ভালো ফলাফল করেছে, তাদের জন্য শুভেচ্ছা রইল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আরও সাফল্য ও ভালো হওয়ার জন্য।” এরপরেই দিলীপ বলেন, “তোমার আশা অনুযায়ী ফল না হলে মন খারাপ করার কিছু নেই। মাধ্যমিক জীবন নয়। আগামী দিনে তুমি সফল হবেই।”

মাধ্যমিক পরীক্ষার শুরুতেই পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। শুক্রবার সকালে ফলাফল প্রকাশের পরেই তিনি সফল পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি, আশানুরূপ ফলাফল যাদের হয়নি, তাদের জন্যও সাফল্য কামনা করেন তিনি। আগামী দিনে তারাও সফল হবে বলে আশা করেন দিলীপ।

Mamata Banerjee : ‘সাফল্যের সঙ্গে পূর্ণ হোক আগামীর প্রত্যেকটি দিন’, মাধ্যমিক উত্তীর্ণদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর
শুক্রবার সকাল দশটা নাগাদ মাধ্যমিক ২০২৩ পরীক্ষার ফলাফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। এরপর একাধিক সরকারি ওয়েবসাইটে ফলাফল আপডেট করে দেওয়া হয়। আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা জানানো হয়। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে।

WB Madhyamik Result 2023 Live: প্রকাশিত মাধ্যমিকের রেজাল্ট, পাশের হার 86.16 শতাংশ
২০২৩ মাধ্যমিকের ফলাফল লক্ষ্য করে দেখা যায়, পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে সাফল্যের শীর্ষে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং জেলা। কিছুটা পিছিয়ে পড়েছে। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। পূর্ব মেদিনীপুর জেলা এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশের হার ৯৬.৮১ শতাংশ। তবে পরীক্ষায় সার্বিক পাশের হার ৮৬.১৫ শতাংশ। এবার অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা বেশি। এবার ১ লাখ ১১ হাজার ছাত্র ছাত্রী অকৃতকার্য হয়েছে। গতবার এর থেকে সংখ্যাও বেশি অকৃৎকার্যের সংখ্যা।

WB Madhyamik Result Declared : সাফল্য অব্যাহত, সব জেলাকে পিছনে ফেলে মাধ্যমিকে পাশের হারে ফের প্রথম পূর্ব মেদিনীপুর
মাধ্যমিক পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মুখ্যমন্ত্রী জানান, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি, পড়ুয়াদের জন্য তাঁর বার্তা সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।

WB Madhyamik Result 2023 : নির্বোধ গ্রন্থকীট নয়, মাধ্যমিকে অষ্টম রাজদীপের স্বপ্ন ইঞ্জিনিয়ারিং
প্রসঙ্গত, এবারের পরীক্ষায় মোট ১৬ টি জেলা থেকে ১১৮ জন প্রথম দশ স্থানের মধ্যে রয়েছেন। এর মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া জেলা তালিকার শীর্ষে রয়েছে। এছাড়াও মালদা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া জেলা থেকেও ভালো ফল করেছে মাধ্যমিক পরীক্ষার্থীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *