Durgapur News : মাকে খুনের অভিযোগ, পচা-গলা দেহের পাশে শুয়ে অসুস্থ ছেলে? রহস্য দুর্গাপুরে – a woman dead body recovered from a flat in durgapur


West Bengal News : দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন এলাকায় বৃহস্পতিবার রাতে বন্ধ আবাসন থেকে এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর থানার পুলিশ। মৃতদেহের পাশ থেকে বৃদ্ধার ছেলেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পাশাপাশি ওই হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ছেলে রজত চক্রবর্তী।

Baharampur Murder : স্ত্রীয়ের ঘরে মিলল স্বামীর সন্ধান! মাটি খুঁড়তেই নাকে হাত পুলিশের, সূতিতে চাঞ্চল্য
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টিল টাউনশিপের হোস্টেল এভিনিউ এলাকার ১৫ নম্বর স্ট্রিটে ডিএসপি আবাসনের ঘটনাটি ঘটে। মৃত বৃদ্ধা অন্ন চক্রবর্তী (৬৫)। তাঁর স্বামীর প্রায় এক বছর আগে মৃত্যু হয়েছে। ওই আবাসনে অন্নদেবীর ছেলে রজত চক্রবর্তী ও তাঁর স্ত্রী থাকতেন।

Bahrampur News : নিখোঁজের সন্ধানে নেমে স্ত্রী-র বাড়িতে হানা! মাটি খুঁড়তে শুরু করল পুলিশ, তারপর…
রজতের স্ত্রী সদ্য সন্তানের জন্ম দেওয়ায় বাপের বাড়িতে রয়েছেন। আবাসনে কেবল অন্নদেবী ও রজত থাকতেন। রজত সিটিসেন্টারে শেয়ার মার্কেটের একটি সংস্থায় কাজ করেন। বৃহস্পতিবার রাতে ওই আবাসন থেকে পচা দুর্গন্ধ এলাকায় ছড়াতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পুলিশে খবর দেয়। পুলিশ এসে আবাসনের দরজা ভেঙে ভিতরে ঢোকেন।

Dakshin 24 Pargana : বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তরুণী, কারণ নিয়ে ধোঁয়াশা
ঘরের মেঝেতে প্রথমে মা ও ছেলের পাশাপাশি পড়ে থাকা দুটি দেহ পুলিশের নজরে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ছেলে রজতের হুঁশ আসে। কিন্তু অন্নদেবীর মৃতদেহ পচে গলে গিয়েছিল। পুলিশ ও মৃতের আত্মীয় সহ প্রতিবেশীদের প্রাথমিক অনুমান, রজত অন্নদেবীকে খুন করেছে। সম্পত্তি সংক্রান্ত বিবাদেই খুন করে নাটক করছে রজত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Hooghly News : বাড়ির ভিতরে উদ্ধার দম্পতির রক্তাক্ত দেহ, চাঞ্চল্য গোঘাটে
স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, ওই বৃদ্ধা অনেক আগেই মারা গিয়েছেন। বিষয়টি তাঁর ছেলে জানেন। সেই এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন অনেক স্থানীয় বাসিন্দারাই। বৃহস্পতিবার সকালে এক আত্মীয় ওই বাড়িতে এসে বাড়ির লোকেদের খোঁজ করে। কারও সাড়া শব্দ না পেয়ে পাশের বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে। কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি।

Nadia News : গৃহবধূকে পিটিয়ে মারার অভিযোগ, অভিযুক্তের বাড়ির ভাংচুর স্থানীয়দের
পরে সন্ধ্যার পর বাড়ির ভেতর থেকে পচা গন্ধ বের হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। বাড়িতে মা ও ছেলের মধ্যে সম্পত্তি গত বিষয় নিয়ে ঝামেলা হত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সেখানেই সন্দেহ প্রকাশ করছেন তাঁরা। রজত নামে ওই বৃদ্ধার ছেলে পাড়ায় সেরকম ভাবে কারও সঙ্গে মেলামেশা করতো না বলেই মত স্থানীয়দের। পুলিশ আসল দোষীকে খুঁজে বার করুক বলে আর্জি স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। বৃদ্ধার ছেলে কিছুটা সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *