Egra Blast : এগরা বিস্ফোরণকাণ্ডে তোলপাড় রাজ্য, তার মাঝেই খোঁজ আরও এক অবৈধ বাজি কারখানার – another illegal betting factory found in egra


Purba Medinipur : ফের অবৈধ বাজি কারখানার হদিশ পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। এবার জামগাঁ গ্রামে। পুলিশের নাকের ডগায় চলত বাজি তৈরির কাজ। পুলিশে অভিযোগ করেও সুরাহা মেলেনি বলে ক্ষোভ গ্রামবাসীদের। এগরার ঘটনার পর ফের পুলিশে খবর দেওয়া হয়। উদ্ধার হয় প্রচুর পরিমাণে বাজি ও বাজি তৈরির সরঞ্জাম।

Egra Bomb Blast : বাজি মজুত কোথায়? জায়গায় জায়গায় তল্লাশিতে নামল পুলিশ
এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে এগরার জামগাঁ গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বারুদ। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিপুল উত্তেজনা। পুলিশের উপরেই ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা।

North 24 Parganas News : এগরার ঘটনার পরেই তৎপরতা, বাজি কারখানা থেকে দোকানে আচমকা হানা পুলিশের
স্থানীয় সূত্রের খবর, চৈতন্য মান্না নামে এক ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাজি বানাচ্ছিল। খাদিকুলে বিস্ফোরণের পর জামগাঁ গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে বিপুল পরিমাণে অবৈধ বাজি মজুত করে রেখে দেওয়া ছিল। এলাকাবাসীদের সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশে‌। পুলিশ এসে বিপুল পরিমাণে বাজি উদ্ধার করে নিয়ে যায়।

Hooghly News : এগরা কাণ্ডের পর হুগলির বেআইনি বাজি কারখানায় অভিযান, গ্রেফতার ১১
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই গ্রামে ২০১৮ সালে বাজি বিস্ফোরিত হয়ে অনেকে আহত হন। তখনই বাজি তৈরি বন্ধ করার কথা জানান গ্রামবাসীরা। কিছুদিন বন্ধ রাখার পরে ফের ওই এলাকায় বাজি তৈরি শুরু হয়। বিষয়টি একাধিকবার পুলিশে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি গ্রামবাসীদের।

Egra Blast News : এগরায় আক্রান্ত পুলিশ, এবার ক্ষোভের বিস্ফোরণ
স্থানীয় বাসিন্দা অশোক দাস বলেন, “এইখানে দীর্ঘদিন ধরেই এই ভাবে অবৈধ বাজি কারখানা চলছে। আমরা প্রশাসনকে জানিয়েও কিছু করতে পারিনি। ২০১৮ সালে এখানে চারজন মারা গিয়েছিল বাজি বানাতে গিয়ে। যারা বাজি বানাচ্ছিল তাদের পরিবারের অনেকে আহত হয়।” কিছুদিন পরে ওই ঘটনার জায়গা থেকে কয়েক যোজন দূরে ফের বাজি তৈরি শুরু হয় বলে জানান গ্রামবাসীরা।

Egra Bomb Blast Investigation: এগরাকাণ্ডের প্রতিবাদে ভগবানপুরে BJP-এর মিছিলে অশান্তি, পুলিশের সামনেই চলল গুলি-বোমাবাজি
এগরার ঘটনা ঘুম ছুটিয়ে দেয় ওই অঞ্চলের বাসিন্দাদের। এগরার খাদিকুল গ্রামের বিস্ফোরণের ঘটনার পর জেলায় জেলায় অবৈধ বাজি তৈরির কারখানা বন্ধের ব্যাপারে নড়েচড়ে বসে প্রশাসন। একাধিক কারখানায় হানা দেয় পুলিশ। বন্ধ করা হয় অবৈধ কারখানা। বাজেয়াপ্ত করা হয় বাজি তৈরির সরঞ্জাম। এবারেও পুলিশের দ্বারস্থ হয় গ্রামবাসীরা।

Egra Blast : এগরা বিস্ফোরণকাণ্ডে কড়া রাজ্য! আইসি বদলের নির্দেশিকা নবান্নর
এগরার জামগাঁ গ্রামেও বাজি তৈরি হওয়ার কারণে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা। তাঁদের গ্রামেও কোনওরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করেন গ্রামবাসীরা। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। এক গ্রামবাসী বলেন, ” আমরা আগেও পুলিশকে জানিয়েছি। পুলিশ এক -দুবার এসে ঘুরে চলে যায়। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *