Egra Bomb Blast : এগরাকাণ্ডে মিছিল ঘিরে তুমুল অশান্তি, BJP বিধায়কের দেহরক্ষীর গুলিতে TMC কর্মীর আহত হওয়ার অভিযোগ – tmc worker allegedly injured in firing by bjp mla bodyguard rally arranged over egra blast


Purba Medinipur : এগরার ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিলকে কেন্দ্র করে অশান্তি ভগবানপুরে। মিছিলকে লক্ষ্য করে বোমা, গুলি ছোড়ার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে। ঘটনায় দু’পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বিজেপির বিধায়কের দেহরক্ষীর গুলিতে এক তৃণমূল কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ তোলা হয়েছে।

Egra Bomb Blast Investigation: এগরাকাণ্ডের প্রতিবাদে ভগবানপুরে BJP-এর মিছিলে অশান্তি, পুলিশের সামনেই চলল গুলি-বোমাবাজি
স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেল নাগাদ ভগবানপুরের বরোজ এলাকায় বিজেপির একটি বিক্ষোভ মিছিল ছিল। বিমল কৃষ্ণ দাস (৫১) নামে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী সেই সময় পাউসি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাজার করে বাড়ি ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ বর্তমান ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির দেহরক্ষী (CRPF) গুলি করে। ঘটনাটি ঘটে পাউসি ব্রিজ সংলগ্ন এলাকায়। বিমলকৃষ্ণ দাসকে ভূপতি নগর থেকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে আনা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

Dakshin 24 Pargana : মাটির গাড়ি যাওয়াকে কেন্দ্র করে বচসা! চলল গুলি, তুমুল উত্তেজনা ফলতায়
অন্যদিকে, বিজেপির তরফেও মিছিলকে লক্ষ্য করে বোমা, গুলি ছোড়ার অভিযোগ তোলা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছে বিজেপির গোবিন্দপ্রসাদ দাস (৩৩) ও শুভজিৎ সামন্ত (২৮) নামে দুই বিজেপি কর্মী। আহত দু’জনকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

Egra Blast : ‘গুরু পাপে, লঘু দণ্ড…’, এগরার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ
উল্লেখ্য, গতকাল বিজেপির পক্ষ থেকে এগরায় ঘটে যাওয়া বিস্ফোরণের সঠিক তদন্ত সহ বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে প্রতিবাদ মিছিল বের করা হয়। সেই মিছিলের উপর বোমা ও গুলি ছোড়ার অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতকারীরা মিছিলের উপর হামলা চালানোর পাশাপাশি বোমা ও গুলি ছোড়ে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।

Egra Bomb Blast: রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠা-বসা! কী ভাবে উত্থান এগরার বেআইনি বাজি কারখানার ‘মালিক’ ভানুর?
রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি বলেন, “আমাদের কেউ মিছিলের উপর হামলা চালায়নি। আমাদের এক নেতাকে মারধর করার পাশাপাশি বিধায়কের দেহরক্ষী গুলি করেছে। সে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।” কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের ঘটনার প্রতিবাদে জেলা জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল সংগঠিত হবে বলে জানান তিনি।

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তৃণমূল, বিজেপি উভয়ই একে অপরের উপর অভিযোগ চাপিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ। ঘটনার সঙ্গে কারা জড়িত সেটা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় রাজনৈতিক চাপানউতর রয়েছে এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের আগে মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *